জমে উঠছে বিশ্বকাপ ২০১৯

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বিশ্বকাপে এই প্রথম রাউণ্ড রবিন লীগ পদ্ধতিতে প্রথম পর্যায়ের ম্যাচ গুলি হচ্ছে৷ উদ্দেশ্য ধারাবাহিকভাবে ভাল খেলে চ্যাম্পিয়ন হতে হবে৷ সেমিফাইনালের আগে প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করবে৷ এবার দশটি দলের মধ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা হচ্ছে৷ আয়োজক দেশ ইংলণ্ড ছাড়া রয়েছে ভারত, অষ্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, পািিকস্তান, ওয়েষ্ট ইণ্ডিজ, শ্রীলঙ্কা, বাঙলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান৷ এখনও পর্যন্ত যে ক’টি ম্যাচ হয়েছে তার মধ্যে ভারত অষ্ট্রেলিয়ার ম্যাচটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত সাড়ে তিনশোর গণ্ডি অতিক্রম করে অষ্ট্রেলিয়াকে চাপে ফেলে৷ অষ্ট্রেলিয়াও অঙ্ক কষে ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা করেছে---হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত৷ দিন যতই গড়াচ্ছে ততই ভাইটাল হয়ে পড়ছে বেশ কয়েকটি দলের কাছে প্রতিটি ম্যাচ৷ ইতোমধ্যেই ওয়েষ্ট ইণ্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের কাছে প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’৷ অর্থাৎ আগামী যে কোনও ম্যাচে হারলেই বিদায়৷ জিতলে সেমিফাইনালে যাওয়ার জন্য টিঁকে থাকা৷ তাই বলা যায় জুন মাসের শেষ সপ্তাহে ইংল্যাণ্ডের ষ্টেডিয়ামগুলোতে বিশ্বকাপের পারদ যে ঊর্দ্ধগামী হবে তা আর বলার অপেক্ষা রাখে না৷

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর প্রধান প্রতিদ্বন্দ্বী এখন নিঃসন্দেহে বৃষ্টি৷ ইংল্যাণ্ডের খামখেয়ালী আবহাওয়ার সঙ্গে লড়াই চলছে ইণ্টার ন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের৷ ক্রীড়াসূচী বলছে প্রতিটি ম্যাচ নির্বিঘ্নে হওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কিন্তু ইতোমধ্যেই বৃষ্টিতে ভেস্তে গেছে কয়েকটি ম্যাচ৷ এভাবে চললে অচিরেই কলমের ডগায় উঠে আসবে ‘এই বিশ্বকাপ বৃষ্টিস্নাত বিশ্বকাপ’ তবে বৃষ্টি যতই বাধা হয়ে দাঁড়াক ক্রিকেট পাগল মানুষের উৎসাহে ঘাটতি নেই৷ মাঠে রেইন কোর্ট, ছাতা নিয়ে বিশ্বকাপের মজা উপভোগ করতে ভীড় বাড়ছে৷ টিভির পর্দায় ক্রিকেটকে উপভোগ করছেন আবাল-বৃদ্ধ-বনিতা৷

যতই দিন গড়াচ্ছে জমে উঠছে এই মহারণ৷ ইংল্যাণ্ড, ভারত, অষ্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড সম্ভাব্য সেমিফাইনালিষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল৷ তবে শ্রীলঙ্কা, বাঙলাদেশ এই চার দলের কোন একটি দলকে সরিয়ে ঢুকে যেতে পারে শেষ চারে৷ তাই আগামী প্রতিটি ম্যাচই সব দলের কাছে গুরুত্বপূর্ণ৷ ভারত শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, অষ্ট্রেলিয়া, পাকিস্তানকে হারিয়ে যথেষ্ট সমীয় আদায় করে নিয়েছে ক্রিকেট বোদ্ধাদের কাছে৷ নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য অনুষ্ঠিত হতে পারেনি৷ ভারতের যা পারফরম্যান্স তাতে ইংল্যাণ্ড ছাড়া সেমিফাইনালে যাওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়াবার দল এই মুহূর্ত্তে নেই৷ কারণ বাঙলাদেশ, ওয়েষ্ট ইণ্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের শক্তি ভারতকে পিছনে ফেলার মত নয়৷ তবে মাঠে কোন দিন কি ঘটে তা কেউ জানে না৷ সেই কারেণে প্রতিটি ম্যাচই এখন সব দলের কাছেই যাকে বলে ক্রুশিয়াল৷

যাইহোক আগামী দিনগুলিতে বিশ্বের কোণে কোণে ক্রিকেট জ্বরে আক্রান্ত হয়ে পড়ছি আমরা সবাই৷ কারণ বৃষ্টি না হলে প্রতিটি ম্যাচই এখন উপভোগ্য লড়াইয়ের জন্যে অপেক্ষায় রয়েছে৷ বিশ্বকাপ ২০১৯ আয়োজনের লক্ষ্য এটাই৷