জন্মদিনে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হুগলী ঃ স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মদিনে হুগলী জেলার শ্রীরামপুরে ‘‘আমরা বাঙালী’’, ‘হুগলী জেলার পক্ষ থেকে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন জেলা সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা ও প্রবীণ প্রাউটিষ্ট শ্রী প্রভাত খান মহোদয়৷ ওই অনুষ্ঠানে তাঁরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বীর সন্ন্যাসীর জীবন, আদর্শ ও কর্ম সম্পর্কে আলোচনা করেন৷ যুবসমাজকে স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবায় এগিয়ে আসতে তাঁরা আহ্বান জানান৷ এছাড়াও হুগলী জেলার চন্দননগর ও বালিপুরে ‘‘আমরা বাঙালী’’র পক্ষে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও মাল্যদান করা হয়৷

কলকাতা ঃ ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিন৷ এইদিন জেলায় জেলায় ‘আমরা বাঙালী’ কর্মী-সমর্থকরা শ্রদ্ধার সঙ্গে বিবেকানন্দের জন্মোৎসব পালন করেন৷ এদিন ছিল বিবেকানন্দের ১৫৮তম জন্মদিবস৷ এইদিন সকালে আমরা বাঙালী কর্মী-সমর্থকরা বিবেকানন্দের পৈত্রিক বাড়ীতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ এখানে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় সচিব বকুল রায়,কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, অরূপ মজুমদার, তপোময় বিশ্বাস, এস.পি.সিং, গোপাল রায় চৌধুরী, হিতাংশু ব্যানার্জী, স্বাগতা ব্যানার্জী, সুশীল রায় চৌধুরী প্রমুখ৷

বারাসাত ঃ বারাসাতেও এদিন ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়৷ এখানে স্বামী বিবেকানন্দের আদর্শ ও জীবনের  ওপর বক্তব্য রাখেন তপোময় বিশ্বাস, অরূপ মজুমদার, বাপী পাল, রাজু বিশ্বাস, মোহন অধিকারী প্রমুখ৷

এই দিন কাঁকীনাড়ায় আমরা বাঙালীর পক্ষ থেকে বিবেকানন্দের  জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়৷ দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷