কি বিচিত্র এই দেশ!

লেখক
এইচ এন মাহাত

সত্যি সেলুকাস কী বিচিত্র এই দেশ! কথাটি যখন বইতে পড়ে  ছিলাম তখন যথার্থ সারমর্ম বুঝিনি আজ বাঙালী হয়ে বুঝতে পারছি লেখাটা যথার্থই সত্য বাঙালীর জন্য ভারতের সাংবিধানিক সরকার কতটা বাঙালী বিদ্বেষী যে জাতিটা স্বাধীনতায় সব থেকে বেশী রক্ত দিলো তাদের বংশধরদের কাছে সংবিধান নামক বইটির কোন মূল্য নেই এর কারণ দেশের নেতা মন্ত্রীরা সাংবিধানিক পদে বসে সংবিধান কে মর্যাদা দেয় না বিজেপি অসমে সরকার গড়ার আগে বাঙালী ভোট পাওয়ার জন্যে বলেছিলো তাঁরা সরকার গড়লে কোন বাঙালীকে বিদেশী হতে হবে না, তারা আরো বলেছিলেন ডিটেনশন ক্যাম্প গুলো ভেঙে দেবেন কিন্তু ভোটের পর বাঙালী এক বিচিত্র  অভিজ্ঞতার শিকার হলো যে বাঙালীর ভোটে অসম বিধানসভায় বিজেপি সরকার ঘটন করলেন তারা হল বিদেশি, আর ডিটেনশন ক্যাম্প  ভাঙ্গা তো দুরের কথা আরো নতুন করে তৈরি হলো বিজেপির আর একটি স্লোগান ছিলো এক দেশ এক আইন যে আইন বলে কশ্মিরের এক আইন তৈরী হলো, তিন তালাক বন্ধ হলো আরো কত কী তবে  কেন বাঙালী বিরুদ্ধে যত কালো আইন ভারতের রাজনৈতিক  পরিস্থিতি ও বাঙালীস্তানের ভৌগোলিক অবস্থান না জানা অকালপক্ক প্রধানমন্ত্রী এক চুক্তিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বাঙালী জাতির জীবনে অন্ধকার নামিয়ে আনে বাঙালীস্তানকে কেটে বিদেশী গোর্র্খদের জন্য গোর্খাল্যাণ্ড, মঙ্গোলীয়ান দেশ থেকে আসা অসমল্যাণ্ড, বার্র্ম থেকে আসা তিপ্রাল্যাণ্ড তৈরীর প্রথম ধাপ সৃষ্টি করে গেলেন এরপর সারা ভারতে বাঙালী মানেই বাংলাদেশী এই আওয়াজ  বাঙালী বিদ্বেষী কংগ্রেস সিপিএম, বিজেপি, অগপ্, আলফা, ত্রিপুরার জনজাতির মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হয়ে গেছে এছাড়া ভারতের সংবিধান বেত্তারা অথবা প্রায় ৫০টির কমবেশি বাঙালী এমপিরা মুখে কুলুপ মানে তালা বন্ধ করে আছে তারা শুধু বাঙালীর  ভোটে জিতে এমপি পেনসনের টাকা জন্য ব্যস্থ আমাদের দুর্র্ভগ্য এই আগাছা বাঙালী এমপিরা হিন্দি সাম্রাজ্যবাদের দালালী করা ছাড়া আর কিছু শিক্ষা নিতে পারলোনা

এই মুহূর্তে বাঙালী জাতিসত্তা বাঁচাতে দরকার ঐক্যবদ্ধ আন্দোলন যে আন্দোলনের একটাই মূলমন্ত্র হবে ভারতের সংবিধান মোতাবেক ৩নং ধারায় শোষন মুক্ত বাঙালীস্তান বাঙালী বিদ্বেষী কোনপ্রকার চুক্তিকে বৈধতা দেওয়া চলবে না ভারত ভাগের বলি সকল বাঙালীকে উদ্বাস্তুর নামে সমবেদনার দরকার নাই, চাই বাঙালী জাতিসত্তার মৌলিক অধিকার আর অধিকার প্রতিষ্ঠা করতে হলে চাই  শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রগতিশীল উপযোগী তত্ত্ব বা প্রাউট যাহার ভিত্তি হবে প্রগতিশীল সমাজতান্ত্রিক পরিকাঠামো সকল বাঙালীকে একত্রিত হয়ে এখনই আন্দোলন সংগঠিত করতে হবে যাহার দ্বারা ভারতের সংবিধান বিরোধী সরকারের ভিত্তিটা কেঁপে উঠে এছাড়া বাঙালী জাতিসত্তা বাঁচাতে অন্য কোন পথ নেই

ভারতবর্ষে নয়, খণ্ডিত ভারতের ভূমিতে বাঙালী হয়ে জন্মটা মানব জীবনের একটি কলঙ্কময় অধ্যায় বাঙালী মানেই বাংলাদেশী, আজকের বিজেপি সিপিএম বা কংগ্রেস তৎসহ ত্রিপুরা জনজাতিরা এক বাক্যে আওয়াজ তুলছেন কিন্তু কারণটা কী কখনো ভেবে দেখেছেন এই বাংলায় জন্ম নিয়ে ছিলেন নারী পুরুষ সমন্বয়ে বৈপ্লবিক চেতনা সম্পন্ন মানুষ, সাহিত্য, শিল্প, শিক্ষায়, সমাজ সংস্কারক, বিশ্ব বিখ্যাত ঐতিহাসিক, বৈজ্ঞানিক গবেষক এছাড়াও ভারতের স্বাধীনতায় এই বাঙালী মায়েরা ছিলো রত্নগর্র্ভ যারা স্বাধীনতার আন্দোলনে মায়ের বা বোনদের দুঃখকে হাসি মুখে সহ্য করে জীবনকে বার বার বাজী রেখেছে জীবন মৃত্যু পায়ের ভৃত্য করেছে এটাই ছিলো বাঙালীর জীবনের সহজাত স্বভাব এর জন্যেই ভারতের স্বাধীনতায় বাঙালীর সবচেয়ে বেশী বলিদান, এটাই ঐতিহাসিকদের  অভিমত এটা সারা ভারতের কুচক্রী রাজনৈতিক নেতা, শোষক ও লুটেরা নেতাদের ভয়ের কারণ আজকে যারা ভারতের সংবিধানের ধারক বাহক, যারা পয়সার মূল্য বেশী বোঝে সমগ্র ভারতকে আর্থিক সামাজিক ও মানসিক নানাভাবে শোষণ করে, ভারতীয়দের হীনমন্যতার প্রভাবে বৈপ্লবিক চেতনাকে শেষ করে দিয়েছে, যাদের বংশধরেরা স্বাধীনতায় কোন মূল্যই দেয় নি অসম রাজ্যের অধিবাসীরা যে মাটিতে বসবাস করেন সেই মাটিটা বাঙালীস্তানের বাঙালীদের মাটি ব্রিটিশরা বাঙালীস্তানের মাটি কেটে বাঙালী বিদ্বেষী অসম বাসীদের উপঢৌকন দেন তৎকালীন আমলে বলা হয়ে ছিলো অসম রাজ্য প্রতিষ্ঠা পেলেও বাঙালীদের ভাষা ও সংস্কৃতির পূর্ণ মর্যাদা পাবেন আজ তাহা বনিকের মান দণ্ড শোষকের মান দণ্ড হয়ে বাঙালীর জীবনে বিভীষিকা হয়ে দৌড়িয়েছে যে অসমবাসীরা মঙ্গোলিয়ান থেকে খাদ্যের অভাবে এখানে এসে বসবাস শুরু করে তারা হয়ে গেল স্বদেশী ! রাজনৈতিক ধান্দাবাজ কংগ্রেস, সিপিএম,আরএসএস বিজেপি নেতৃত্বের দুরভিসন্ধিমূলক আচরণে বাঙালীর মাটি থেকেও  বাঙালীরা আজ অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে বিদেশী বা বহিরাগত এমনকি সমগ্র ভারতের চিত্রটাই যে এমন বাঙালী বা বঙ্গভাষী মানে বাংলাদেশী অথচ কোনো অসমবাসীকে স্বাধীনতায় বলিদান হতে দেখেছি কী তারাই আজ ভারতের সংবিধানের মূল ভ্রষ্টা ভারতের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে অথবা কেন্দ্রীয় সরকারের ইচ্ছেকে শ্রদ্ধা জানাতে বাঙালীদের জন্য তিন ধরনের নাগরিকত্ব দেওয়ার আইন পাস করতে চলেছে হায়রে ভারতবাসী! বাঙালী হওয়ার  জন্য রক্তাক্ত হলি, কিন্তু ভারতীয় হতে পারলিনা সত্যি সেলুকাস  কি বিচিত্র এই দেশ