কলকাতা সহ বিভিন্ন স্থানে আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১, ২২ ও ২৩শে জুন কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয়ে আনন্দমার্গের সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ এটি ছিল আনন্দমার্গের প্রথম ডায়োসিস স্তরীয় সেমিনার৷ এই সেমিনারে আলোচনার বিষয় ছিল, ‘সামাজিক মূল্য ও মানবিক মৌলনীতি’, ‘আনন্দপ্রাপ্তির পথ’, ‘ষড়দোষাঃ পুরুষেণেহ হন্তব্যাঃ’ ও ‘আদর্শ সংবিধানের জন্যে প্রয়োজনীয় উপাদান’৷ সেমিনারে উক্ত বিষয়গুলির ওপর বিস্তারিত আলোচনা করেন আচার্য চিতিবোধানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যা৷ এই সেমিনারটির ব্যবস্থা- পনায় ছিলেন আচার্য মোহনকৃষ্ণানন্দ অবধূত ও কলকাতার ভুক্তিপ্রধান শ্রীমতী সুনন্দা সাহা৷

সমাজের সর্ব- ক্ষেত্রেই বর্তমানে নেমে এসেছে চরম অবক্ষয়, তাই সর্বস্তরেই দেখা দিয়েছে বিপর্যয় ও বিশৃঙ্খলা৷ সর্বক্ষেত্রে দুর্লঙ্ঘ সমস্যা সৃষ্টি হয়ে সমাজের অগ্রগতিকে ব্যহত করছে৷ এই কারণে জগৎগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ধর্ম, শিক্ষা-সংস্কৃতি, অর্থনীতিক সহ সমাজের সর্বক্ষেত্রে যত ধরণের সমস্যা রয়েছে  সমস্ত ধরণের সমস্যার সুষ্ঠু সমাধানের পথ দেখিয়েছেন তাঁর সর্বানুসূ্যত দর্শন তথা আদর্শে৷ আনন্দমার্গের এই সর্বানুসূ্যত আদর্শ সম্পর্কে সবাইকে বিশেষভাবে অবহিত করার উদ্দেশ্যেই এই সমস্ত সেমিনারের আয়োজন৷

গত ২১, ২২ ও ২৩শে জুন কলকাতা ছাড়াও আনন্দমার্গের বিভিন্ন সেমিনার বিষয়ক যে খবর আমাদের কাছে এসেছে, সেই অনুসারে কৃষ্ণনগর,টাটানগর ও অসমের শিলচর, বিহারের ভাগলপুর, মুম্বাই ও হিমাচলপ্রদেশের কুলুতেও উল্লিখিত বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ কৃষ্ণনগর সেমিনারের প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত, টাটানগরে প্রশিক্ষক ছিলেন আচার্য রবীশানন্দ অবধূত, শিলচরে প্রশিক্ষক ছিলেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত, ভাগলপুরে আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত, মুম্বাইতে আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও হিমাচলপ্রদেশের কুলুতে প্রশিক্ষক ছিলেন আচার্য শুভজিতানন্দ অবধূত