কুরকুড়ি আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা এপ্রিল বীরভূম জেলার কুরকুড়ি আনন্দমার্গ এক মনোরম নান্দনিক পরিবেশে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রারা আবৃত্তি, নৃত্য,সঙ্গীত ও নানা সাংস্কৃতিক অভিব্যক্তি পরিবেশনের  মাধ্যমে উপস্থিত দর্শক বৃন্দকে মুগ্দ করে রেখেছিল কয়েকঘন্টা৷

অনুষ্ঠানের শুরুতে  উত্তরীয় ও পুষ্প স্তবক দিয়ে সভাপতি ও অতিথিদের বরণ করে নেয়, ছাত্র-ছাত্রারা৷ এরপর ছাত্র-ছাত্রাদের দ্বারা পরিবেশিত ---‘সবারে করি আহ্বান’ প্রভাত সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়৷ এরপর অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আনন্দমার্গ স্কুল, তাদের শিক্ষাপদ্ধতির ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানের সভাপতি আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত আনন্দমার্গের নব্যমানবতাবাদ শিক্ষা ব্যবস্থার ওপর বক্তব্য রাখেন৷ অতিথিদের মধ্যে ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত হাজরা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ইমামুল হক, বিশিষ্ট নৃত্য শিল্পী আলোক ঘোষ দস্তিদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জিত৷ সমস্ত অনুষ্ঠানের  আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ আচার্য সুচিধানন্দ অবধূত৷