খুদে ওস্তাদ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

প্রতিভা একেই বলে৷ বয়স মাত্র তিন বছর৷ এখনই ওর ব্যাট করার কৌশল দেখে অবাক অনেক প্রথিতযশা ক্রিটার৷ মাইকেল ভন, কেভিন পিটারসেন, বিরাট কোহলির মত স্বণামধন্য খেলোয়াড়রা খুদে ক্রিকেটারের ভি.ডি.ও. ক্লিপিংসে কভার ড্রাইভ, স্টেড ড্রাইভ দেখে অবাক হয়ে গিয়েছেন৷ তাঁদের মতে জন্মগতভাবে এমন প্রতিভা রয়েছে বলেই এত ছোট বয়সে বড়দের মত নিখুঁত ব্যাকরণগত ব্যাট চালাতে পারে এই খুদে ব্যাটসম্যান৷

যাইহোক বাঙলার স্বণামধন্য রঞ্জি ট্রফি জয়ী অধিনায়ক সম্বরণ ব্যানার্জী ছোট্ট শেখ শাহিদের ব্যাটিং ধরণ দেখেছেন নিজে উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে৷ তিনি মনে করে এই ধরণের প্রতিভাধরদের ঠিকভাবে তালিম দিলে ভাল খেলোয়াড় তৈরী করা সম্ভব৷ সম্বরণ এই খুদে ওস্তাদকে নিখরচায় নিজের এ্যাকাডেমীতে ক্রিকেট শেখানোর আগ্রহ প্রকাশ করেছেন৷

বেহালার মুচিপাড়ার শেখ শাহিদ, বাবা শেখ শামসের, মা সোফিয়ার আগ্রহে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে অনুশীলন চালিয়ে গেলে ভবিষ্যতে বাঙলার একজন দক্ষ ক্রিকেটার হয়ে ভারতের প্রতিনিধিত্ব করবে৷ এ স্বপ্ণ উৎসাহী সব ক্রিকেট অনুরাগীরই৷ তবে এটাও মনে রারখতে হবে শেখ শাহদুলের মত ‘খুদে ওস্তাদ’ বাঙলার গ্রামে-গঞ্জের এক টুকরো জমিতে, কলকাতার ফুটপাতে, জনবহুল এলাকার এক টুকরো কংক্রিটের ফাঁকা জমিতে অনেক সময়ই জুহুরীর চোখে ধরা পড়ে যায়৷ আবার অনেকের উজ্জ্বল প্রতিভা ভীড়ের মাঝে অস্তমিত হয়ে যায় দুর্ভাগ্যের কারণে৷ উপযুক্ত জল-হাওয়ার অভাবে কত ভবিষ্যতের বৃক্ষ তার চারা অবস্থাতেই খুন হয়ে যায়৷  তাই এই পত্রিকার এই ছোট্ট কলমে সকলের কাছে আবদার---প্রতিভার কদর দিয়ে এগিয়ে এসে প্রতিভাধরদের প্রস্ফুটিত হতে অকৃত্রিম ভাবে সাহায্য করুন৷ মনে রাখতে হবে অপরের প্রতিভাকে প্রকাশ করাও অনন্য প্রতিভা