মা

লেখক
শর্মিলা রীত

তোমার কোলে জন্ম মা গো

    প্রথম আলো দেখা৷

তোমার আঁচল স্পর্শে মা গো

    শুধুই আদর মাখা৷৷

তোমার আঙুল ধরে মা গো

    এক পা দু’পা ফেলা৷

কন্যা সন্তান হয়েও মা গো

    করনি অবহেলা৷৷

 

তোমার হাতের স্পর্শে

    শেখা বর্ণপরিচয়৷

আধো গলায় শিখিয়েছিলে

    পাঠ্য কিশলয়৷৷

মনের মধ্যে জ্বালিয়ে ছিলে

    জ্ঞানের দৃপ্ত শিখা৷

মানব শিক্ষা তোমারই দান

    মুক্ত অন্ধ রেখা৷৷

 

মা তো কেবল মা হয়

    বিকল্প কিছু নাই৷

মরণ কালেও যেন মা গো

তোমার স্নেহের স্পর্শ পাই৷৷