মালদহে ‘মানবতা বাঁচাও দিবস’ পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে এপ্রিল মালদহ জেলার মানিকচক ব্লকের রাধানগর লালবাথানি গ্রামে ‘মানবতা বাঁচাও দিবস’-এ  ১৯৮২ সালের ৩০শে এপ্রিল নৃশংসভাবে নিহত ১৭ জন আনন্দমার্গী সন্ন্যাসী-সন্ন্যাসিনীর প্রতি যথোচিত শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷ প্রভাত সঙ্গীত, মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন মিলিত সাধনা ও স্মৃতিচারণের পর বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অজিত মণ্ডল মহাশয়ের পরিচালনায় একটি চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ প্রায় শতাধিক দুঃস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দমহাবিদ্যা আচার্যা ও স্থানীয় আনন্দমার্গী ভক্ত সাধকবৃন্দ৷