মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার আন্দুল মহিয়াড়ীর বিশিষ্ট আনন্দমার্গী বেলা মাঝি (বুলা) গত ৩০শে আগষ্ট পরলোক গমন করেন৷ গত ৯ই সেপ্ঢেম্বর আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুযায়ী বেলা মাঝির শ্রাদ্ধানুষ্ঠান তাঁর মহিয়াড়ী বাসভবনে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ ঘটিকায়৷ বেলামাঝির শোকার্ত পরিবার ও আত্মীয় পরিজনের  সঙ্গে জেলার বহু মার্গী-ভাই বোন অনুষ্ঠানে যোগ দেন৷

প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠান শেষে আনন্দমার্গ সমাজ শাস্ত্র ও দর্শন বিষয়ে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ সমাজশাস্ত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করে বলেন৷ এরপর বেলা মাঝির জেষ্ঠ্যপুত্র কুমার মাঝি, কণিষ্ঠ পুত্র পিযুস মাঝিসহ উপস্থিত অনেকেই স্মৃতি চারনায় বেলা মাঝির আদর্শ পরায়ন জীবনের ও নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও মার্গের আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার কথা তুলে ধরেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষ্মীকান্ত হাজরা৷