মধুর হাসিতে

লেখক
রাসবিহারী বন্দ্যোপাধ্যায়

এই ধরণী গড়লে তুমি অশ্রু হাসিতে

চোখে জলে শিখিয়ে দিলে ভালবাসিতে৷

তোমার হাওয়া, তোমার আলো

আমায় তারা পথ দেখালো

মন যে আমার মেলে দিলাম আঁধার নাশিতে৷

তুমি আমায় যা দিয়েছো ফিরিয়ে দেবো তাই,

মন্দ ভালো তোমার সবই আমি কোথায় পাই?

সংসারেতে যেতে যেতে হলো অনেক দুঃখ পেতে

সকল ব্যথা দাও ভুলিয়ে মধুর হাসিতে৷৷