মেদিনীপুরে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন

পূর্ব মেদিনীপুর ভুক্তির উদ্যোগে কাকগেছিয়া সুপার স্টার ক্লাবের পরিচালনায় তমলুক উপভুক্তিতে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্ম শতবর্ষ উদ্‌যাপন করা হয় গত ৪ঠা এপ্রিল , রবিবার৷ অনুষ্ঠান শুরু হয় ভোর ৪টায় প্রভাতফেরী দিয়ে৷ এরপর ৬ঘন্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তনে নারী-পুরুষ ভেদ ব্যতিরেকে সমস্ত গ্রামবাসীরা- -উৎসাহের সঙ্গে যোগদানের মাধ্যমে কীর্ত্তনের আনন্দ উপভোগ করেন৷ এরই ফাঁকে একটি বর্ণাঢ্য নগর কীর্ত্তনের মাধ্যমে গ্রাম পদক্ষিণ করে আনন্দমূর্ত্তিজীর শিক্ষা মানুষের সামনে তুলে ধরা হয়৷ এই অনুষ্ঠানে শতাধিক মার্গী ছাড়াও কাকগেছিয়া ভাণ্ডারবেড়িয়া , উদয়পুর, যোগীখোপ  ও গৌরাঙ্গপুর গ্রামের ৪০০০ এর উপর গ্রামবাসী মিলিত আহার করেন৷ মিলিত আহারের সব্জিকাটা ও পরিবেশনার গুরু দ্বায়িত্ব স্থানীয় মহিলারা স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নেন৷ অখণ্ড  কীর্ত্তনের শেষে কীর্ত্তনের গুরুত্ব সম্বন্ধে বক্তব্য রাখেন আচার্য পরিতোষানন্দ অবধূত৷ তারপর আনন্দমার্গ সমাজশাস্ত্র অনুযায়ী বৃক্ষরোপণ প্রক্রিয়া জনসাধারণের  সামনে তুলে ধরেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও আনন্দমার্গের ফার্ম বিভাগের পক্ষ থেকে ১০০টি চারাগাছ গ্রামবাসীদের হাতে তুলে দেন চিতিবোধানন্দ অবধূত৷ নারী-অভুদ্যয় বিভাগ দ্বারা সেলাই প্রশিক্ষণের শুভ সূচনা করেন অবধূতিকা আনন্দদীপ্তা আচার্যা৷ ৪০ জন মহিলা এগিয়ে এসেছেন সেলাই শিখতে ও এরজন্য শ্রী বাসুদেব মণ্ডল ও আর দুই জন সহযোগীকে এক বছরের জন্য শেখানোর দ্বায়িত্ব দেওয়া হয়েছে৷ গ্রামবাসীর সুবিধার্থে ইন্ডাসট্রি বিভাগের  পক্ষ থেকে ১১টি এল.ই.ডি পথ বাতি লাগানো হয়৷ এই কাজের শুভ সূচনা করেন অবধূতিকা আনন্দগুনময়া আচার্যা৷ অনুষ্ঠানে একটি পদকীর্ত্তনের  উপস্থাপন করেন কলিকাতার মার্গীরা৷

উক্ত অনুষ্ঠানে একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কলিকাতা শাখার ডেপুটি ডিরেক্টর ডঃ বিশ্বজিৎ ভৌমিক ও কেন্দ্রীয় এস.এস.এ.সি সচিব আচার্য চিতিবোধানন্দ অবধূত? উনারা যথাক্রমে ব্যষ্টিগত ও সামূহিক জীবনে আধ্যাত্মিকতার গুরুত্ব, প্রাউট আজকের সামাজিক-অর্থনৈতিক দুরাবস্থা থেকে উত্তরণের উপায় ও অর্থনৈতিক  গণতন্ত্রের লক্ষ্যে সমাজ আন্দোলনের প্রয়োজনীয়তা ---এই নিয়ে বক্তব্য রাখেন৷ সবার  শেষে রাওয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রামের মা, বোন ও বাচ্চা ছেলে-মেয়েরা  শ্রী প্রদীপ মাইতি মহোদয়ের  নির্দেশনায়  নব্যমানবতাবাদের  উপর আধারিত একটি মনোজ্ঞ নৃত্য-নাট্য ‘‘সবুজ দ্বীপের বাঁশী’’ গ্রামবাসীদের মোহিত করে, কীর্ত্তনের মাহাত্ম্য ও আনন্দমার্গ সম্বন্ধে অবহিত করানো হয়৷ এই অনুষ্ঠান সর্বাঙ্গ  সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাকগেছিয়া সুপার ষ্টার ক্লাবের সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা অবশ্যই সাধুবাদ যোগ্য৷