মহিলা ক্রিকেটের জন্য বড় পদক্ষেপ নিল আইসিসি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী ২০২৩ থেকে মহিলা ক্রিকেটে আরও বেশি দেশকে সুযোগ দেওয়ার কথা ঠিক করেছে আইসিসি৷ তাদের কর্তা মনু সহানে বলেন, ‘‘মহিলাদের  ক্রিকেট নিয়ে আমাদের পরিকল্পনা আছে, এগুলো দীর্ঘকালীন ভাবনা৷ মহিলাদের ক্রিকেটের সম্প্রচারের দিকে আমরা জোর দিচ্ছি৷’’

গত ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড দর্শক হয়েছিল৷ মেলবোর্নে ফানিাল দেখতে হাজির ছিলেন প্রায় ৮৬০০০ জনগণ৷ তাই আইসিসি মহিলা ক্রিকেট যাতে আরও বেশি করে দেশ আসে, তার জন্য আর বেশী করে উদ্যোগী হতে চাইছে আইসিসি৷

আগামী ২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপে ৮টি দল খেলবে, ও ২০২৯ সালে খেলবে ১০টি দল৷ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৪ সালে খেলবে ১০টি দল৷ তার পরের বার থেকে খেলবে ১২টি দল৷ এইভাবে ধীরে দলের সংখ্যাও বারাবার কথাও চিন্তা করেছে আইসিসি৷ তাই এ বছরে আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় মহিলা ক্রিকেটের এটি একটা সুবর্ণসুযোগের দরজা খুলে দিল আইসিসি৷