মহিমা

লেখক
বিশ্বপথিক

একের মাঝেই মিলল সন্কল দেহ

সেই তো বুঝি মোদের পরম গেহ,

একই দোলায় দুলছে সকল প্রাণ

মধুর মধুর সবই তাঁর আহ্বান

একের মাঝেই প্রবেশে সকল মন

পেয়ে রণিত ঝণিত তাঁর আকর্ষণ.....

একতানেতেই হচ্ছি আত্মহারা

ভাঙল সবই ক্ষুদ্র গণ্ডির কারা,

একাত্ম হয়ে আছি এ বিশ্বমাঝ

একের বলেই করছি যত কাজ,

অনুরাগ ডোরেই হচ্ছে সব উদাসী

এক কে তুষি সকল জীবন খুশী৷

বিশ্বদোলায় হলুম একাত্ম আজ

অভিন্ন হৃদয় গড়ে তুলে এ সমাজ,

এক কে নিয়েই মাতে যত না চিত

একের মহিমায় গড়ছে সমাজ ভিত৷

সবাই কাছে নহে আর কেহ দূর

দিব্য জীবনে জাগিল নোতুন ভোর৷

ঘনঘোর যত সরিয়া গিয়াছে বুঝি

ভাবেতে সবাই আছে একেতে মজি

একের ইচ্ছায় আছি ভবে তার হয়ে

হৃদয় জুড়িয়া ধরি সে মধুময়ে৷৷