ম্যারাথন নির্বাচনে প্রথম দফার বোট গ্রহণের প্রস্তুতি তুঙ্গে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হতে আর মাত্র ২৪ ঘন্টা বাকি৷ প্রকাশ্যে প্রচার পর্ব শেষ৷ রাজ্যে এবার লড়াই মূলত তৃণমূল, বিজেপি৷ রয়েছে বাম কংগ্রেস জোট, ‘আমরা বাঙালী ও আর কয়েকটি দল৷

বোট কর্মীদের বুথে বুথে যাওয়া শুরু হয়েছে৷ রাজ্যে এবার আট দফায় নির্বাচন হচ্ছে৷ নিরাপত্তার অজুহাতে দিল্লীর নেতাদের প্রচারের সুযোগ দিতে এই ব্যবস্থা বলে রাজ্যের শাসকদল ও বুদ্ধিজীবীদের বৃহৎ অংশ মনে করেন৷ যেভাবে এক একটা জেলাকে ভাগ করে একাধিক পর্বে বোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে তাতে নিরাপত্তা ও শান্তিতে বোট গ্রহণে কি সুবিধা হবে তার যথার্থ ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে নেই৷ রাজ্য প্রশাসনের এক অংশের বিরুদ্ধে যেমন পক্ষপাতিত্বের অভিযোগ আছে তেমনি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর এক অংশ নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে৷ তাছাড়া নির্বাচনী প্রচারে বিভিন্ন দলের নেতা-নেত্রীদের পরস্পরের প্রতি দোষারোপ কুৎসা  রয়েছেই৷ সব নিয়ে গণতন্ত্রের গাজনের প্রথম পর্ব শেষ৷ এখন জনগণের গোপন মত প্রকাশ কতটা নিরাপদ নিরুপদ্রবে ও শান্তিতে হয় তারই অপেক্ষা রাজ্যবাসী৷