নারী নির্যাতনে ভারত শীর্ষে

সংবাদদাতা
পি এন এ.
সময়

বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থা রয়টারের সেবামূলক এক সংঘটন---‘দ্য টমসন রয়টার্স ফাউণ্ডেশন’ -এর এক বিশ্ব সমীক্ষায় বলা হয়েছে, ভারতবর্ষ বর্তমানে নারীদের পক্ষে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র৷ এখানে নারীর স্বাধিকার সবচেয়ে বেশী অস্বীকৃত৷ নারী নির্যাতন, সামাজিক কুপ্রথা, নারী পাচার, বিভিন্ন ক্ষেত্রে স্ত্রী-পুরুষের বৈষম্য, নারী স্বাস্থ্য, যৌন নিগ্রহ প্রভৃতি বিভিন্ন বিষয়গুলিকে মাথায় রেখে সমগ্র বিশ্বের ৫৪৮ জন তথ্য বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই রিপোর্ট পেশ করেছে রয়টার্সের এই শাখা সংঘটনটি৷ তাদের সমীক্ষায় প্রকাশ, সাত বছর আগে যখন এই সমীক্ষা করা হয়েছিল তখন ভারতের স্থান ছিল চার নম্বরে৷ এক নম্বরে ছিল আফগানিস্তান৷ বর্তমানে আফগানিস্তান, পাকিস্তান বা বাঙলাদেশের চেয়ে ভারতের অবস্থা খারাপ৷

শুধু বিদেশী সংস্থার সমীক্ষাতেই নয়, এদেশের সরকারী তথ্যেও এদেশের নারীদের শোচনীয় অবস্থার চিত্র ধরা পড়েছে৷ শুধু তাই নয়, বছর বছর এখানে নারীদের দুরবস্থা আরও বাড়ছে৷ তথ্য বলছে, ২০০৭ সাল থেকে ২০১৬ সালের মধ্যে নারী নির্যাতনের ঘটনা শতকরা ৮৩ ভাগ বেড়েছে৷ এদেশে প্রতি ঘণ্টায় চারটি করে বলাৎকারের ঘটনা ঘটছে৷ দিল্লীর নির্ভয়া কাণ্ডের পর অনেক মোমবাতি মিছিল হ’ল, কঠোর আইনও পাশ হ’ল কিন্তু পরিস্থিতির উন্নতি হ’ল না৷

সমীক্ষা বলছে, ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত কমপক্ষে দুই কোটি মহিলা শুধুমাত্র হেনস্থার কারণে চাকরী ছেড়েছেন৷ এতে যৌন হেনস্থা থেকে কটুক্তি সবই আছে৷

সমীক্ষায় বলা হয়েছে, বিশেষ করে অ্যাসিড হামলা, জোর করে বিয়ে দেওয়া, পাথর মারা, শারীরিক নির্যাতন, জেনিট্যাল মিউটিলেশন, ভ্রুন হত্যা---এসব ব্যাপারে ভারত রয়েছে শীর্ষে৷