নিউজিল্যাণ্ড সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে টীম ইণ্ডিয়া

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

সম্প্রতি ওয়েষ্ট ইণ্ডিজের বিরুদ্ধে ভারত টি-২০ ও ৫০ ওভারের একদিনের সিরিজ জয় করেছে৷ টেষ্টেও ওয়েষ্ট ইণ্ডিজ বিশেষ সুবিধা করতে পারেনি৷ দেশের মাটিতে ভারতের পারফরম্যান্স বরাবরই ভাল হয়৷ ভারতীয় ক্রিকেটের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যাবে দেশের মাটিতে ভারতীয় দলকে হারানো খুব সহজ নয়৷ যদিও খাতায় কলমে ওয়েষ্ট ইণ্ডিজ ভারতীয় দলের থেকে দুর্বল হলেও একটি ২০ ওভাবের ম্যাচ ও একটি ৫০ ওভারের ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ান দলটি৷ এই দলটিতে অনেক কম বয়সী খেলোয়াড় রয়েছে৷ বিদেশের মাটিতে ভারতের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছে তা নিয়ে ভবিষ্যতে এই দলটি অনেক দলকেই বেগ দেবে বলে অভিজ্ঞ ক্রিকেট মহলের ধারণা৷ আগামী ফেব্রুয়ারীতে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যাণ্ড সফরে যাবে৷ নিউজিল্যাণ্ডের বাউন্সি পীচে খেলতে হবে ভারতকে৷ বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপকে নিউজিল্যাণ্ডের বোলাররা কঠিন পরীক্ষায় ফেলবেই৷ বিশ্বকাপের সেমিফাইনালে বোলার সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের ক্রিজে থিতু হতে দেয়নি এই দলটি৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে ছিটকে যেতে হয় বিশ্বকাপ থেকে৷ ধোনী ও জাদেজাই ওই ম্যাচে ভারতকে প্রায় জেতার সামনে এনে দিয়েছিল৷ কিন্তু শেষ হাসি হাসে নিউজিল্যাণ্ডের বোলাররাই৷ সেই কারণে নিজেদের মাঠে নিউজিল্যাণ্ড ভারতকে সহজে  বড় রানের ইনিংস গড়তে দেবে না৷ বিশ্বকাপ ছাড়া সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়নি৷ তাই একে অপরকে খুব বেশী পরখ করতে পারেনি৷ সেই কারণে এই দুই দলের মধ্যে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই টীম ইণ্ডিয়া মনে করছে৷ অভিজ্ঞ ক্রিকেটাররা মনে করেন আগামী নিউজিলাণ্ড সফর ভারতের কাছে বড় চ্যালেঞ্জ৷