ওড়িশায় আনন্দমার্গের ত্রাণকার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি ওড়িশাতে প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’র তাণ্ডবের ফলে বিশেষ করে  পুরী জেলার  বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ী, গাছপালা ভেঙ্গে গেছে৷ বিস্তীর্ণ এলাকা বন্যাপ্লাবিত হয়ে যায়৷ বহু ঘরবাড়ী, গাছপালা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থাও নষ্ট হয়ে যায়৷ এ অবস্থায়  ঝড়ের অব্যহিত করে আনন্দমার্গ ইউনিবার্স্যাল রিলিফ টিমের স্বেচ্ছাসেবীরা   বন্যা ও ঝড় বিধবস্ত এলাকায় পৌছে গিয়ে উদ্ধার ও ত্রাণকার্য শুরু করে দেন৷ এখনও তাঁরা সেখানে ত্রাণকার্য চালাচ্ছেন৷ যেসব  ঘরবাড়ী ও গাছপালা ভেঙ্গে রাস্তাঘাট  বন্ধ হয়ে গিয়েছিল, সেই সব ভাঙ্গা ঘর, গাছের ডাল পালা সরিয়ে  তাঁরা রাস্তা পরিষ্কার করছেন৷ ১৫টি জায়গায় তাঁর লঙ্গরখানা  খুলে দুর্গতদের  খিচুড়ী বা ভাত  ডাল-তরকারী খাওয়াচ্ছেন৷ অন্যান্য বন্যাপ্লাবিত অঞ্চলে স্বেচ্ছাসেবীরা গিয়ে শুকনো খাদ্য, টর্চ ত্রিপল প্রভৃতি দিচ্ছেন৷

স্থানীয় প্রশাসন ও আনন্দমার্গের ত্রাণকার্যে সন্তুষ্ট হয়ে আনন্দমার্গের সঙ্গে  সহযোগিতা করছেন৷ স্থানীয় আনন্দমার্গীরা ও আনন্দমার্গের শুভানুধ্যায়ীরাও তাঁদের  সাহায্যে এগিয়ে আসছেন৷

এই সমস্ত সেবাকার্য পরিচালনা করছেন  আনন্দমার্গ ইয়ূনিবারসাল রিলিফ  টিম Amurt) এর  সচিব আচার্য মর্মদেবানন্দ অবধূত৷ তিনি ওড়িশায় ত্রাণ কার্যের বিরবণ দিয়ে জানাচ্ছেন৷ এই ত্রাণকার্যে যারা অর্থ নিয়ে  বা ত্রাণসামগ্রী দিয়ে সাহায্য করতে চান, তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন৷ Amurt- এর  ব্যাঙ্কের Account No. -698501700163, IFC Code : ICIC0006985, Branch-ICICI Bank, Lower Parel, West Mumbai 13. প্রয়োজনে যোগাযোগ করুন ঃ আচার্য দিব্যচেতনানন্দ অবধূত, ফোন নং : ৯৯৫৮২৬৮৫৭৮/৯৩২৪২৭৯১৭৯৷