ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে  শতরান করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন অজিঙ্ক রাহানে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

নিশ্চিন্ত মেজাজে এখন ভারতীয় দল, কারণ প্রথম টেস্টে ওয়েস্ট ইণ্ডিজকে পরাজিত করেছে৷ সেহেতু এখন একদিক থেকে একটু নিশ্চিন্ত আরও একজন তাঁর নাম অজিংঙ্ক রাহানে৷ গত দুবছর ধরে তার শত  রানের কোটা পূরণই হচ্ছিল না৷ এই ম্যাচে সেটা পূরণ হওয়ায় তিনি এখন স্বস্তিতে৷ সব মিলিয়ে ভারতীয় শিবিরে এখন খুশির আবহাওয়া বইছে৷

তারই মাঝে ফিরে দেখা যাক, রাহানের গত দুবছরের তীব্রচাপের দৃশ্য অর্র্থৎ কেমন মানসিক চাপের মধ্যে দিয়েও যেতে হয়েছিল তাকে৷

ওয়েস্ট ইণ্ডিজের প্রথম টেস্টের পর এক সংবাদ মাধ্যম মারফৎ তার কিছু বক্তব্য জানিয়েছেন, ওই দুবছরে টেস্টে কোনো সেঞ্চুরি না পাওয়ার জন্যে তাঁকে বহু সমালোচনার সম্মুখীনও  হতে হয়েছিল৷ কিন্তু তিনি কোন সমালোচনায় প্রভাবিত হননি৷ অনেকে তাকে বলেছিল ‘তুমি ঠিকভাবে খেলতে পারছ না, তোমার পারফর্ম ভাল হচ্ছে না, তোমার এটা ভাল হচ্ছে না, ওটা ভাল হচ্ছে না, এগুলো নিয়ে তিনি মাথা ঘামান নি, বরং তিনি জানিয়েছেন, ‘‘ আমি সব সময় চেষ্টা করি সমালোচনায় প্রভাবিত না হতে৷ আমি তো এইসব সমালোচনা বন্ধ করতে পারব না বা নিয়ন্ত্রণ করতে পারব না৷ তাই ভেবে লাভ কী? সেঞ্চুরি করলে তো সবাই খুশিই হবে৷ আর যারা সমালোচনা করছিল তারা সব ভূলেও যাবে৷ আমি তার ব্যতিক্রম নই৷’’

গত বিশ্বকাপে সুযোগ পান নি তিনি তা নিয়ে মনে আক্ষেপ তো ছিলই কিন্তু তিনি তার সাথে ডুবিয়ে রেখেছিলেন নিজেকে কাউন্টি ক্রিকেটের সঙ্গে, এরফলে এখন তিনি ভাল খেলতে পারছেন৷ ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে  প্রথম টেস্টে ৮১ ও ১০২ রানের মাধ্যমে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন তিনি৷