পাহাড়ে আবার অশান্তির সম্ভাবনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ২৪ অক্টোবর ঃ দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি ৩০ অক্টোবর তাঁর অজ্ঞাতবাস শেষ করে জনসমক্ষে আসবেন৷ বিমল গুরুং প্রকাশ্যে এলে আরো অশান্তি হয়ে উঠতে পারে, এই আশঙ্কা সাধারণ মানুষ, পুলিশ ও বিনয়পন্থীদের৷ গুরুংয়ের বিরুদ্ধে ইতোপূর্বে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফ্তারের নির্দেশ আছে৷ এ অবস্থায় পুলিশ বিমল গুরুংকে ধরার জন্যে সর্বত্র জাল পেতেছে৷

২২ অক্টোবর কালিম্পংয়ে পুলিশ দু’জন মোর্চা নেতাকে গ্রেফতার করেছে৷ তাদের নাম ডম্বর ও সঞ্জিত প্রধান৷  তাদের বিরুদ্ধে এন. বি. এস. টি. সি.-র অফিস ভাঙ্গচুর ও অগ্ণিসংযোগের অভিযোগ আছে৷ গুরুংয়ের প্রতিপক্ষ বিনয় তামাং গোষ্ঠীও পাহাড়ের বিভিন্ন স্থানে সভা করে নিজের নিজের ভিত্তি মজবুত করার প্রস্তুতি নিচ্ছে৷ পাহাড়ে আবার অশান্তির পরিস্থিতি তৈরী হচ্ছে৷ বিমল গুরুং আবার পাহাড়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে৷