পেস বিভাগে  ইন্ডিয়ার থেকে এগিয়ে  অস্ট্রেলিয়া

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত  ভার্চুয়াল ওয়েবিনারে কপিল জানান ‘‘ভারতের মাটিতে  যদি দিনরাতের টেস্ট হত, তা হলে অবশ্যই ভারতকে এগিয়ে রাখতাম৷ কিন্তু খেলা হবে অস্ট্রেলিয়াতে৷ নিজের দেশের পরিবেশ সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল অস্ট্রেলিয়া৷ ভারতের  সামনে তাই কঠিন পরীক্ষা৷’’ ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক যোগ করেন, ‘‘গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার অনেক বেশি৷ ভারত খেলেছে একটি ম্যাচ৷ অভিজ্ঞতা বেশি থাকার কারণে অস্ট্রেলিয়ার প্লেয়াররা জানেন যে কীভাবে  সুইয়ের  মোকাবিলা করতে হয়৷ কোন জায়গায় বল রাখলে কতটা সুবিধা পেতে পারে তাই অস্ট্রেলিয়াকে আপাতভাবে পেস বিভাগে এগিয়ে রাখা যেতে পারে৷

তিনি আরও বলেন--- ‘‘বর্তমান ভারতীয় পেস বিভাগ নিঃসন্দেহে অসাধারণ৷ তবুও এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া৷ কারণ নিজেদের দেশের পরিবেশ ও পিচ সম্পর্কে ওরা বেশি ভাল জানবে৷ ভারতের পেসার সমস্যা হচ্ছে গতিসম্পন্ন উইকেট দেখলে অতিরিক্ত শর্ট বল শুরু করে৷’’

অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টিম পেনদের বিরুদ্ধে ২-১ সিরিজ জিতে ফিরেছিল ভারত৷ কিন্তু গতবার স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়াই খেলতে হয় অষ্ট্রেলিয়াতে৷ এবার প্রথম টেষ্টে ওয়ার্নার না থাকলেও, রয়েছেন স্মিথ৷ তাই ভারতীয় পেস বোলারদের তিনি খুবই সতর্ক হবার নির্দেশ দেন৷..