পেট্রল---১০০ পার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কোভিড পরিস্থিতিতে সংক্রমন থেকে দূরে থাকতে অনেকেই মটর সাইকেলকে বাহন করেছে৷ তাদের কাছে এখন কোভিডের থেকেও বড় সন্ত্রাস পেট্রল-ডিজেল৷ গত ৭ই জুলাই কোলকাতা শহরে পেট্রলের দাম ৩৯ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটার ১০০.৩৯ টাকা৷ সেইসঙ্গে ডিজেলের দামও ২৩ পয়সা বেড়ে প্রতি লিটার হয়েছে ৯২.৫০ টাকা৷

করোনা বিধি-নিষেধের কবলে পড়ে এমনিতেই মানুষের বেহাল দশা৷ তার উপর গ্যাস ও তেলের দাম বাড়ায় পাল্লা দিয়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়ছে৷ মানুষ এখন আচ্ছাদিনের  সরকারের ওপর বেজায় চটেছে৷ সোস্যাল মিডিয়ায় কেউ কেউ অবশ্য রসিকতা করে লিখেছে-মোদিজী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যাঁর বয়স পেট্রলের দামের চেয়ে কম!