পঞ্চায়েত নির্বাচনে আবার হাইকোর্টের  ধাক্কা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন  কমিশন  ও রাজ্য সরকার আবার ধাক্কা খেল৷  পঞ্চায়েত নির্বাচনের  মনোনয়নপত্র পেশে বাধাদানকে  কেন্দ্র করে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের মধ্যস্থতায় রাজ্যকমিশন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে ১৪ই মে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের  দিন ঘোষণা করেছিল৷ যদিও নির্বাচকমন্ডলীর নিরাপত্তা নিয়ে রাজ্যকমিশন  ও রাজ্যসরকারের মধ্যে  বাদানুবাদ চলছিলই৷ ৩০শে এপ্রিল আবার রাজ্য নির্বাচন কমিশন  নির্বাচনের সময়  নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে প্রতিবেদন  আদালতে পেশ  করল তাতে অসন্তুষ্ট হয়ে বিচারপতি ঘোষণা করলেন, ১৪ই মে দির্ধারিত পঞ্চায়েত নির্বাচনের যে তারিখ দির্ধারিত হয়েছে  সেই তারিখ  চূড়ান্ত নয়৷ রাজ্য নির্বাচন কমিশনকে আদালতে রিপোর্ট দিতে হবে নির্বাচনে  নিরাপত্তার কী ব্যবস্থা করা হচ্ছে৷ কমিশনারের রিপোর্ট শোণার পর বিচারপতি রায় দেবেন ১৪ই মে  নির্বাচন হবে কি না৷ আদালতের বক্তব্য রাজ্য নির্বাচন কমিশনই  বলেছিল নিরাপত্তার কারণে  তিন দফা নির্বাচন জরুরী৷ এখন তাঁরাই  আবার এক দফা নির্বাচন করছেন অথচ নিরাপত্তার কী ব্যবস্থা হচ্ছে তা  ঠিক ভাবে দির্ধারিতই করা হয়নি৷ ৪ঠা মে বিচারপতি তাঁর রায় জানাবেন৷