প্রাউট সঙ্গীত

লেখক
সাক্ষীগোপাল দেব

বিশ্বভুবন ঘুরে এলাম

ভরল না মন ভাই

বাংলা মায়ের মত এমন

কোথা  ও দেখি নাই৷৷

 

কোথায় এমন ছয়টি ঋতু

সাতটি রঙে সাজে

সকাল সাঁঝে  পাখির কুজন

সুর হয়ে কাণে বাজে৷

রঙ ছড়িয়ে প্রজাপতি

হাওয়ায় উড়ে ইতিউতি

মৌমাছিরা মধুর লোভে

ফুলে ফুলে ধায়৷৷

 

নীল আকাশে অর্কপ্রভা

রাতে তারা চন্দ্রশোভা

জলভরা মেঘ কখনো বা

মলয় পবন বায়৷৷

 

কত নদী ঝর্ণাধারা

সাগর মাঝে হয় যে হারা

ভাটিয়ালী বাউল গানে

মন হারিয়ে যায়৷৷

 

কাঁসর ঘন্টা আজানের সুর

মিলেমিশে হয় যে মধুর

মানবতার মিলনভূমি

(হেথা) বিশ্বজনের ঠাঁয়৷৷