পরিযায়ী নেতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এই মূহুর্তে বহিরাগত নিয়ে রাজ্য রাজনীতি সরগরম৷ ভিন রাজ্যের নেতা কর্মীরা বাঙলায় এসে বাজার গরম করছে৷ কেন্দ্রীয় শাসকদলের বঙ্গীয় রাজ্যনেতাদের প্রতি আস্থা নেই৷  তাই ভিনরাজ্য থেকে নেতা এনে আগামী বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে৷ এই ভিনরাজ্যের নেতাদের নিয়েই বহিরাগত বিতর্ক শুরু হয়েছে৷ কিন্তু ওই বহিরাগত নেতারা একদেশ  এক আইনের ফেরিওয়ালা, তাই বহিরাগত তত্ত্ব ওরা মানতে নারাজ৷

তবে মন্দ লোকের বদবুদ্ধির অভাব নাই৷ তাই তাদের যুক্তি  বহিরাগত না বলে পরিযায়ী নেতা বলা হোক৷ সেটা মনে হয় ওদের মানতে বাধা থাকবে না৷ লক্‌ডাউনের সময় ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের পরিয়ায়ী শ্রমিক আখ্যায় ভূষিত করা হয়েছে৷ বহিরাগত পাখিরা শীতকালে আমাদের দেশের খালে-বিলে চলে আসে তাদের সম্পর্কেও পরিযায়ী কথাটি ব্যবহার করা হয়৷ তাই একর্থে পরিযায়ীও বহিরাগত৷ তবে একরাজ্যের বাসিন্দা অন্যরাজ্যে কাজ করতে গেলে যদি পরিযায়ী শ্রমিক হয়, তবে একরাজ্য থেকে অন্যরাজ্যে রাজনীতি করতে গেলে পরিযায়ী নেতা হবে না কেন?

তবে পরিযায়ী পাখীরা যেমন শীতের সাথে আসে, শীতের সাথেই চলে যায়৷ তেমনি পরিযায়ী নেতারা ভোটের মরসুমে আসে, ভোট ফুরোলেই চলে যায়৷