পরলোকে বিশিষ্ট আনন্দমার্গী মাণিক ঘাঁটি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোলের দামোদর গ্রামের বাসিন্দা জনপ্রিয় আনন্দমার্গী শ্রী মাণিক ঘাঁটি গত ১৮ই জুন ইহলোক ত্যাগ করে পরমপিতার কোলে চিরশান্তি লাভ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর৷ তিনি একজন সক্রিয় আনন্দমার্গী ছিলেন৷ বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় মার্গের যে কোনও অনুষ্ঠানে ও যে কোনও সেবামূলক কাজে মাণিকবাবুর সগৌরব উপস্থিতি সকলের কাছে অতিরিক্ত উৎসাহ ও প্রেরণাদায়ক ছিল৷ দীর্ঘকায় ধুতি-পাঞ্জাবী পরিহিত আপাদমস্তক বাঙালী সদাহাস্যময় মাণিকবাবুকে মার্গের আর কোনও অনুষ্ঠানে দেখা যাবে না৷ একথা ভাবতে খুবই কষ্ট হচ্ছে---জানালেন এলাকার বিশিষ্ট মার্গীরা৷

মাণিকবাবুর অন্তেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয় গত ২৮শে জুন তাঁর বাসভবনে৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূতের পৌরোহিত্যে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানের পরে মাণিকবাবুর স্মৃতিচারণা করেন দেশবন্ধু মাইতি, অবধূতিকা আনন্দ সর্বাণি আচার্যা, ভুক্তিপ্রধান শ্রী কাজল দাশ, কাজল ঘোষ প্রমুখ৷ এই অনুষ্ঠানে শতাধিক মার্গী উপস্থিত থেকে পরমপিতার চরণে প্রয়াত মাণিক ঘাঁটির আত্মার চিরশান্তি প্রার্থনা করেন৷