পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, নেপাল ও বাংলাদেশের বন্যাত্রাণে আনন্দমার্গ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিমবঙ্গ, অসম ছাড়াও বন্যাপ্লাবিত বিহার, অসম বাঙলাদেশ ও নেপালেও আনন্দমার্গ ইয়ূনির্র্বস্যাল রিলিফ টিমের (এ্যামার্ট) পক্ষ থেকে ব্যাপকভাবে রিলিফের কাজ চলছে৷ সর্বত্র দুর্গত মানুষের সাহায্যার্থে রান্না করা খাদ্য (খিচুড়ি), চিড়া, গুড়, সাবান,দেশলাই, মোমবাতি, জামা-কাপড়, ত্রিপল প্রভৃতি বিতরণ করা হচ্ছে৷

পশ্চিমবঙ্গের বন্যাপ্লাবিত ঘাটাল, বাঁকুড়া প্রভৃতি এলাকা ছাড়াও বর্তমানে দক্ষিণ দিনাজপুরের তপন ও জলঘর, উত্তর দিনাজপুরের করণদিঘি ও টুঙ্গিদিঘি এলাকা ও কোচবিহার জেলার তুফানগঞ্জে খিচুড়ি, চিড়া, গুড়, মুড়ি, সাবান, মোমবাতি, দেশলাই  প্রভৃতি বিতরণ করা হচ্ছে৷

ওড়িশার কেন্দ্রপাড়া ও জয়পুর এলাকায় ৩০টি বন্যাপ্লাবিত গ্রামে আনন্দমার্গের কর্মীরা রান্না করা খাদ্য, শুকনো খাবার যেমন চিড়ে, গুড় প্রভৃতি ছাড়াও জামা-কাপড়, মোমবাতি,দেশলাই প্রভৃতি বিতরণ করছেন৷ অসমের লখিমপুর ও মরিগাঁও জেলায় বন্যার্তদের মধ্যে খাদ্য, বস্ত্র সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে৷ সর্বত্র আনন্দমার্গ রিলিফ টিমের সঙ্গে চিকিৎসকরাও রয়েছেন৷ তাঁরাও বন্যাপ্লাবিত এলাকায় রোগীদের চিকিৎসা করছেন৷

বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জে আনন্দমার্গের বন্যাত্রাণ কার্য চলছে৷ নেপালের সপতারি জেলার সফরপুরায় আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের তরফ থেকে রান্না করা ও শুকনো খাবার, বস্ত্র,ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে৷ এখানে ত্রাণকার্য পরিচালনা করছেন, আচার্য পরিপূর্ণানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ সম্প্রজ্ঞা আচার্র্য ও আচার্য চিদ্ভাসানন্দ অবধূত৷

আচার্য উদিতানন্দ অবধূত, আচার্য অজেয়ানন্দ অবধূত, আচার্য স্মৃতিকণ্ঠানন্দ অবধূত, আচার্য দেবেশানন্দ অবধূত প্রমুখ বিহারের কাটিহার জেলার লাতিপুর, মহেশপুর, বলরামপুর আমোদপুর প্রভৃতি এলাকায় ও উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকে বন্যার্তদের মধ্যে রান্না করা খাদ্য শুকনো খাদ্য, দুধ, বিসুকট, মোমবাতি, দেশলাই, পানীয়জলের প্যাকেট, জামা-কাপড় প্রভৃতি বিতরণ করছেন৷