পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা অসমে বিদেশি---জেলবন্দি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা ভারতের নাগরিক গঙ্গাধর প্রামাণিক৷ কিছু একটা কাজের আশায় গিয়েছিল ভারতের আর একটি অঙ্গরাজ্য অসমে৷ সেখানে বাঙালী বলে কাজের বদলে কারাবাস পায় গঙ্গাধর৷ ২০১৭ সালের ১২ই ডিসেম্বর সমস্ত রকম মৌলিক মানবিক নীতি বিসর্জন দিয়ে আদালতের একতরফা রায়ে বিদেশী ঘোষিত হয় গঙ্গাধর প্রামানিক! ভারতীয় প্রমাণের কোন সুযোগ প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাধরকে দেওয়া হয়নি৷ গঙ্গাধরের কাছ থেকে বাড়ীর ঠিকানা নিয়ে স্থানীয় থানায় খোঁজ নেওয়ার কোন চেষ্টাই করেনি অসমের অমানবিক প্রশাসন৷

গঙ্গাধরের স্থান হয় গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে৷ অবশেষে চারবছর পর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত দুই আবাসিকের কাছ থেকে গঙ্গাধরের বিসয়টি জানতে পারে সিটিজেনস ফর জাস্টিস অ্যাণ্ড পিস! এদের চেষ্টাতেই ১৪ই সেপ্ঢেম্বর মুক্তি পান গঙ্গাধর৷ ইতিমধ্যে গঙ্গাধরের পিতা মারা গেছেন৷ সিজেপির কো-অর্ডিনেটর নন্দ ঘোষ গঙ্গাধরকে বাড়ী পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন৷ পিতার মৃত্যুর খবর তাকে এখন জানানো হয়নি৷