পুকুর নয়, পুল চুরি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বাংলায় বড় কোন চুরি হলে প্রবাদ বাক্যে বলে ‘পুকুর চুরি’৷ সম্ভবত এবার প্রবাদ বাক্যটি পরিবর্তন হয়ে পুল চুরি হয়ে যাবে৷ ১২ই সেপ্ঢেম্বর উত্তর প্রদেশে একটি খবরের কাগজের বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী যোগীর উন্নয়নের জৌলুস প্রচার করতে কলিকাতার বিজ্ঞান নগরীর সঙ্গে রবীন্দ্রসদন সংযোগ সেতু ‘মা উড়াল পুল’ চুরি করা হয়৷ বিজ্ঞাপনের ছবিটি কলিকাতার ‘মা’ উড়াল পুলের, পাশে অবশ্য একটি বিদেশী কারখানাও জুড়ে দেওয়া হয়েছে৷ গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে যোগী আদিত্যনাথ কলকাতার হতশ্রী চিত্র নিয়ে অনেক কটাক্ষ করেছিলেন৷ এখন নিজের  নির্বাচনী বিজ্ঞাপনে কলিকাতার জৌলুস চুরি করে প্রচার করছে৷ এই নিয়ে গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে সংবাদপত্রটি অবশ্য ভূল স্বীকার করেছে৷ তবে এতেও নিন্দুকেরা ছেড়ে কথা বলছে না৷ তাদের দাবী যোগী সরকারের চাপের কাছে মাথা নত করেছে ওই সংবাদপত্রটি৷