পূজনীয়

লেখক
শর্মিলা রীত

তোমাদের জন্য দেখেছিলাম এই পৃথিবীর আলো,

মা বাবার একটি সন্তান মানে, হাজার তারার আলো৷

আঁতুড় ঘরে তোমার গায়ের গন্ধ ছিল-

সব থেকে চেনা ও প্রিয়..

ধীরে ধীরে বেড়ে ওঠা আর আদর দিয়ে ভরা...

বাবার কাছে সব আবদার

শুধু শাষণ একটু কড়া৷

আজ তোমার সন্তান হয়েছে অনেক বড়ো,

দারুণ শীতে আর বলে না, মাগো জড়িয়ে আমায় ধরো৷

তোমার সন্তান হয়েছে আজ কেউ-

অফিসার, ডাক্তার কিংবা উকিল,

তোমরা হয়েছ বৃদ্ধ-

তাই ঘরে রাখা হয়েছে মুশকিল৷

যে বাবা তার সন্তানদের জন্য-

করত কঠোর পরিশ্রম

তাই কি তার আশ্রয় আজ শুধুই বৃদ্ধাশ্রম?

মা বাবার দুঃখমুছে, যত্নে রাখা

নয় কি মোদের করণীয়?

মাটির মূর্তি পূজোর আগে তোমরা হবে পূজনীয়৷৷