রাবণ রাজা

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

রাবণ রাজার দশটি মাথা

বৃষ্টি হলে কিংবা রোদে

কোন্ মাথাতে ধরতো ছাতা?

কোন্ মাথাতে কাটতো টেরি,

কোন্ মাথাতে বাবরি চুল?

কোন্ মাথাতে বুদ্ধি বেশি

কোন্ মাথাতে কেবলি ভুল?

কোন্ মাথাতে মুকুট পরে’

বসতো রাবণ সিংহাসনে?

বাল্মীকি তো এসব কথা

যান নি লিপ্সে রামায়ণে৷

কোন্ মাথাটার প্ররোচনায়

করলো রাবণ সীতা হরণ,

রামের সঙ্গে যুদ্ধ করে

সবংশে তার হলো মরণ?