রাজ্য মহিলা ফুটবলে এবার সেরার সেরা বাঙালী মহিলা ফুটবল দল

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

ইউনিফায়েড  ফুটবলে এবার চ্যাম্পিয়ন  হল রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব কারী বীরভূমের মেয়েদের ফুটবল দল৷ গত মঙ্গলবার ওড়িশার ভূবনেশ্বরে  কলিঙ্গ স্টেডিয়ামে  অন্ধ্রপ্রদেশকে হারিয়ে বীরভূমের মেয়েরা  সেরার শিরোপা পাওয়ায় খুবই উচ্ছসিত বাঙলার ফুটবল ব্যষ্টিত্বরা ও রাজ্যের ক্রীড়াবিভাগের কর্তাব্যষ্টিরা৷

উল্লেখ্য গত বার ছেলেদের দল দেশের সেরা  হয়ে গর্বিত  করেছে জেলাকে৷  এ বার মেয়েদের  দল একই সাফল্য পাওয়ায় উচ্ছ্বাস সকলের মধ্যেই৷ সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক বাপ্পা গোস্বামী বলেছেন---সমগ্র রাজ্যের জন্যেই এটা দারুণ খবর৷ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করাই হ’ল বড় বিষয়৷ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও লড়াই করে দেশের সেরা হওয়া তো নিঃসন্দেহে বড় প্রাপ্তি৷ জেলায় মেয়েদের  খেলাধূলার মান যে উন্নততর হচ্ছে---এতে তারই প্রমাণ৷

সর্বশিক্ষা মিশন ও জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবারই জাতীয় স্তরে  প্রতিযোগিতায়  অংশ নিতে ভূবনেশ্বরে রওনা হয়েছিল ৮ সদস্যের  এই দলটি৷ দেবী মুর্মু, পারুল বেঁশরা, রুপি টুডু, নিবেদিতা সরেনরা আদিবাসী খেলোয়াড়৷ তাঁদের ফুটবল সকলকে আনন্দ দিয়েছে৷ উপস্থিত ফুটবল বিশেষজ্ঞরা জানান---ভালো তালিম পেলে এঁদের মধ্যে থেকেই উঠে আসবে আন্তর্জাতিক ফুটবলের ভালো মহিলা খেলোয়াড়৷ জয়ের  পরে খেলোয়াড়রা জানাচ্ছেন---‘‘খুব খুশি হয়েছি৷ বিনয়ের সঙ্গে বলেছেন---‘‘এতটা আশা করিনি৷’’

সর্বশিক্ষা মিশনের কো-অর্ডিনেটর  শুকদেব চক্রবর্তী, স্পেশ্যাল এডুকেটর কাকলি দাস ও বিপত্তারণ রায়  জানান, গত সোমবার থেকে মঙ্গলবার  বিকেলের ফাইনাল  খেলা পর্যন্ত মোট  চারটি  খেলার প্রতিটিতে সমান দাপট দেখিয়েছে বীরভূমের  বা রাজ্যের  ইউনিফায়েড  ফুটবল  দল৷ লিগপর্র্যয়ে প্রথম খেলায়  অন্ধপ্রদেশকে ৫-০ গোলে ও ঝাড়খণ্ডকে ৬-০ গোলে হারায় বীরভূম৷ মঙ্গলবার প্রথমে  সেমিফাইনালে পুদুচেরিকে ৩-০ গোলে হারায়৷ ফাইনালে  ফের অন্ধ্রপ্রদেশের  মুখোমুখি হয় বাংলা তথা বীরভূমের মেয়েদের দল৷ তবে চূড়ান্ত খেলায় একতরফা ম্যাচ হয়নি৷ যথেষ্ট ভাল লড়ে অন্ধ্রপ্রদেশ৷ তবে শেষ জয়ের হাসি হাসে জেলার মেয়েরা৷

ইফনিফায়েড  ফুটবলে  গত বছর  বীরভূমের  ছেলেদের  ফুটবল দল দেশের  সেরা হয়েছিল৷ তারপর স্পেশ্যাল অলিম্পিক কমিটি বীরভূমকে নোডাল জেলা ঘোষণা করে৷ মেয়েদের সাফল্য বীরভূম জেলাকে খেলাধূলার ক্ষেত্রে আর এক ধাপ উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছে৷