রক্ষকই যেখানে ভক্ষক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আমরা চোর, ডাকাতের হাত থেকে রক্ষা পেতে পুলিশের ওপর ভরসা করি৷ সাধারণের রক্ষক তারাই৷ কিন্তু এখন দেখা যাচ্ছে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে৷ গত ৪ঠা জুলাই নদীয়ার এক স্বর্ণ ব্যবসায়ী বাবলু নাথ সঙ্গে প্রায় এক লক্ষ টাকা, ৩৫০ গ্রাম সোনা নিয়ে কলকাতার বহুবাজার সোনাপট্টিতে এসেছিলেন৷ তখন দুপুর বারোটা৷ নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিয়ে একজন টাটা সুমো থেকে নেমে এসে বাবলু নাথকে জোর করে টাটা সুমোতে তুলে নিয়ে দ্রুত এয়ারপোর্টের দিকে চলে যায়৷ সেখানে বাবলু নাথকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে সমস্ত টাকা, সোনা এমনকি তাঁর হাতের আঙটিটাও কেড়ে নিয়ে পালায়৷

এ অবস্থায় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করলে মুচিপাড়া থানার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গাড়ীর মালিক ও তার চালককে খুঁজে পায়৷ চালকের বক্তব্যের সূত্র ধরে তদন্তকারী দল পালের গোদা আশীষ চন্দ নামে এক পুলিশ অফিসারকে গ্রেফতার করে৷

এইভাবে রক্ষকই যদি ভক্ষক হয় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জনসাধারণ শঙ্কিত৷