ঋসভ পন্থ  ধোনির যোগ্য উত্তরসূরি হতে পারবেন আগামী দিনে--- মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আসন্ন বিশ্বকাপে সুযোগ পাননি ঋসভ  দেশের ক্রিকেটার নির্বাচকরা তাদের সেরা ১৫জনকে বেছে নিয়েছেন ও দলের নামও ঘোষণা হয়ে গেছে৷ যেখানে ঋসভ পন্থের নাম নেই৷ কিন্তু এতে মন খারাপ বা  হতাশ হওয়ার কোন  কারণ নেই---বললেন সৌরভ৷ প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি নির্বাচক হলে ঋসভকে  তাঁর দলে নিশ্চয়ই রাখতেন৷ সূত্রে  জানা সংবাদের মাধ্যমে জানা গেছে, মহেন্দ্রসিং ধোনি  আসন্ন বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন৷ তাই ধোনির যোগ্য উত্তর হতে পারেন পন্থ ---বললেন সৌরভ৷

তিনি আরও সংবাদমাধ্যমকে জানিয়েছেন---‘‘ সারা জীবন কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে  পারে না৷  ধোনি, দীনেশ কার্তিকও কোনও এক সময় অবসর নেবে৷  তাই আমার মতে ঋসভই পরিবর্ত হিসেবে এগিয়ে৷’’

বিশ্বকাপে  সুযোগ  না পাওয়ার  পরে হতাশ হয়ে পড়েছিলেন  ঋসভ৷ সংবাদমাধ্যমের  সামনে তা স্বীকারও করেছিলেন  এই তরুণ উইকেট কিপাব৷ সেই সময় ঋসভের  আত্মবিশ্বাস ফিরিয়ে আনার কাজ  কতটা কঠিন ছিল? সৌরভ বলছিলেন, ‘‘ঋষভকে বলার কী আছে? মাত্র কুড়ি বছর বয়স৷ এখনও  প্রচুর বিশ্বকাপ  খেলার  সময় ওর কাছে৷ ওটা সে বুঝতে পেরেছে৷’’

শুধু ঋসভ নয়  সৌরভের  মুখে প্রশংসা শোণা গেল পৃথ্বীশয়েরও ৷ বর্তমানে  ভারতীয় টেস্ট দলের ওপেনার পৃথ্বী৷ সেই সঙ্গে  সৌরভের  দলেও শিখর ধওয়নের  সঙ্গে ইনিংস শুরু করেছেন৷ সৌরভ  জানিয়ে দিলেন, ভবিষ্যতে ভারতের  হয়ে ওপেন করার রসদ রয়েছে পৃথ্বীর৷সৌরভের  কথায়, ‘‘এখন কুড়ি  বছরের গণ্ডি পেরোয়নি৷  তবুও  টেস্টে ওপেন করছে৷ প্রচণ্ড  প্রতিভাবান  ক্রিকেটাব৷ ভবিষ্যতে  ভারতের হয়ে সব ফর্ম্যাটে  ওকে ওপেনার হিসেবে  দেখা যাবে৷’’