সাবধান

লেখক
রবীন্দ্রনাথ সেন

ব্যাঙ্গমা শুধালো ব্যাঙ্গমিকে

আচ্ছে দিন আসছে দ্যাখো ওই দিকে

ব্যাঙ্গমি তো হেসেই মরে

বলি বুড়ো হলে কি এমনি করে?

আচ্ছে রাত আসছে দ্যাখো চৌদিকে

মানুষগুলো দেখবে  এবার বিভীষিকে৷

ওরা কেবল দাঙ্গা বাধায় ফায়দা তোলে

বজ্জাতি আর অজ্ঞানতার বোল বলে৷

গরীব মেরে ব্যবসা করে কেবল চাই টাকা

বাঙলা মুলুক শুষে খাবে বাঙলা হবে ফাঁকা৷

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে ওদের হবে মজা

বাঙলাটাকে কব্জা করা তবেই হবে সোজা৷

ব্যাঙ্গমা বলে ব্যাঙ্গমি আয় দুজনে বলি---

সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে এসো নোতুন যুগে চলি৷