সাঁইথিয়ায় ইয়ূ.পি.আই.এফ-এর রাজ্য সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সাঁইথিয়া ঃ গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর বীরভূম জেলার সাঁইথিয়াতে ইউ.পি.আই.এফ. (ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট ইনটেলেকচুয়্যাল ফেডারেশন)-এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হ’ল৷ বর্তমানে দেশ জুড়ে অভাবনীয় অর্থনৈতিক সমস্যা, একদিকে মুষ্টিমেয় ধনিক শ্রেণীর হাতে বিপুল পরিমাণ সম্পদ পুঞ্জীভূত ও অন্যদিকে দেশের জনসাধারণের বৃহদংশের নিদারুণ দারিদ্র্য ও বেকার সমস্যা, এন আর সি-র নামে উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বাঙালী নির্যাতন, দেশজুড়ে মানুষের নৈতিক মানের ব্যাপক অবনয়ন---এই সমস্ত সমস্যার পরিপ্রেক্ষিতে ইয়.পি.আই.এফ.-এর কী করণীয় এই সমস্ত পর্যালোচনা করার জন্যে বিশেষ করে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে ১৫০-এর বেশি বুদ্ধিজীবী প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন ও তাঁরা উক্ত সমস্যাবলী নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন৷

দুই দিন ব্যাপী এই সম্মেলনে বিশিষ্ট প্রাউট-তাত্ত্বিক আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত প্রমুখ বর্তমানে দেশের বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলিকে প্রাউটের মাধ্যমে কীভাবে সমাধান করা সম্ভব হবে সেই সম্পর্কে আগত প্রতিনিধিদের সামনে বিস্তারিত আলোচনা করেন৷

আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত ক্যাপিট্যালিজমের জন্মদাতা এ্যাডাম স্মিথের অবাধ অর্থনৈতিক স্বাধীনতা থেকে কীভাবে অর্থনৈতিক শোষণ চরম রূপ নিতে থাকে, কীভাবে মার্কসবাদের উদ্ভব হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি মার্কসবাদের ত্রুটিগুলোর ওপর বিস্তারিত আলোকপাত করে দেখান---কী কারণে রাশিয়া ও পূর্ব ইয়ূরোপের বিভিন্ন দেশে কমিউনিষ্ট সরকারগুলির পতন হ’ল৷ তিনি বলেন, বর্তমান চীনে নামে মাত্র কমিউনিষ্ট সরকার, কিন্তু কমিউনিষ্ট অর্থনীতির বিন্দুমাত্র অবশিষ্ট নেই সেখানে৷ প্রকৃতপক্ষে কমিউনিজমের অপমৃত্যু ঘটেছে৷ তাই ঐতিহাসিক কারণেই বিশ্বজুড়ে সামাজিক-অর্থনৈতিক আদর্শের চরম শূন্যতা পূরণ করতেই ইতিহাসের অমোঘ নিয়মে প্রাউটের আবির্ভাব৷

আচার্য রবীশানন্দ অবধূত বলেন পুঁজিবাদ ও মার্কসবাদ নয়, নিপীড়িত মানবতার মুক্তির পথ একমাত্র প্রাউট৷ তাই আজ ইউ.পি.আই.এফ-এর প্রধান কর্তব্য হ‘ল এই প্রাউটের আদর্শের ব্যাপক প্রচার৷ এই জন্যে সর্বত্র সিম্পোজিয়াম, আলোচনাচক্র প্রভৃতির আয়োজন করার ওপরে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন৷

রাজ্য সম্মেলনে নূতন করে ১২ জনের ইয়ূ.পি.আই.এফ-এর রাজ্যকমিটি তৈরী করা হয়৷ চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শ্রীবিশ্বজিৎ ভৌমিক মহাশয়, আর সেক্রেটারী হিসেবে নির্বাচিত হলেন শ্রীতাপস সিন্হা৷

আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত (ফেডারেশন সেক্রেটারী) ও তাঁর অন্যান্য সহকর্মীদের চেষ্টায় এই সম্মেলন সুচারু রূপে সম্পন্ন হ’ল৷