সচিনের উপদেশ পেয়ে সফল পৃথ্বী

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

সালটা ২০১৭, রঞ্জি ট্রপি খেলছেন ভারতীয় টেস্ট ক্রিকেটের  তরুন ব্যাটসম্যান পৃথ্বীশ৷ প্রথম ইনিংসে রান পায়নি পৃথ্বী৷ কি করবে কিভাবে রান করবে বুঝে উঠতে পারছিল না পৃথ্বী, খুবই চিন্তিত ছিল, হঠাৎ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাঁকে ডাকলেন, জানালেন তাঁর খেলা দেখছেন মাস্টার ব্লাস্টার সচিন, তিনি কিছু পৃথ্বিবীকে বলতে চান, সেটা টেক্সট ম্যাসেজের মাধ্যমে কোচ চন্দ্রকান্তের ফোনে পাঠিয়েছেন৷ তিনি বলেছিলেন কোচকে ‘‘পৃথ্বীকে বলো নিজের জীবনের স্বাভাবিক ক্রিকেট খেলতে৷’’ আর এইটুকু বার্র্তই সাহায্য করেছিল তাকে ১২০ রান সংগ্রহ করে নিতে আর মুম্বাইকে রঞ্জি ফাইনালে সফল করে তুলতে৷ গত সোমবার একটি ওয়েবসাইটের মাধ্যমে সেই ঘটনার কথা জানিয়েছেন পৃথ্বী, এছাড়া যে ঘটনাটি সকলে হয়েতো জানেন না , সেটি হল মাত্র ১৪ বছর বয়সে মুম্বাইতে আজাদ ময়দানে ৫৪৬ রান করে সাংবাদিক মহলে পৃথ্বীশের নামের প্রসার ঘটে যায়, কিন্তু এর আগেও মাত্র আট বছর  বয়সে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কাছ থেকে পৃথ্বী একটি বিশেষ পুরস্কার পান৷  কোন এক প্রতিযোগিতার বিশেষ অতিথি হিসেবে সচিন এসেছিলেন ও সেখানে পৃথ্বিশের পারমরম্যান্স দেখে  সচিন মুগ্দ হয়ে তাকে একটা ব্যাট পুরস্কার হিসেবে দেন৷ কিংবদন্তির হাত থেকে সেই পুরস্কার পেয়ে ও তার উপদেশে নিজের সাফল্য অর্জন করায় আজ সত্যিই পৃথ্বী গর্বিত৷করোনায় সুস্থতার হার বাড়ছে

নিজস্ব সংবাদদাতা ঃ করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি৷ গত ২৪শে  জুন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৫৬,১৮৩ জন, মৃতের সংখ্যা,১৪,৪৭৬৷ তবে আশার কথা আক্রান্তের পাশাপাশি  সুস্থতার হার বাড়ছে৷ বর্তমানে দেশে সুস্থতার হার ৫৬.৭ শতাংশ৷

পশ্চিমবঙ্গে এই সময়ে আক্রান্তের সংখ্যা ১৫,১৭৩, মৃত্যু হয়েছে ৫৯১ জনের৷ মোট সুস্থ হয়েছে ৯,৭০২ জন৷ পশ্চিমবঙ্গের সুস্থতার হার দেশের সুস্থতার হারে থেকে তুলনামূলকভাবে বেশি৷ গত ২৪ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৬৩.৯৪ শতাংশ৷ এই সময়ে পর্যন্ত রাজ্যে সক্রীয় আক্রান্তের সংখ্যা ৪,৮৮০ জন৷