সহজ কাজ

লেখক
বিভাংশু মাইতি

সমাজে মানুষ মারা

আজ যে হ’ল জল ভাত

বিবেক আর দেয় না বাধা

কাঁপে নাকো কারো হাত৷

নেতা মরে গুলি খেয়ে

কেউ বা মরে বাঁচতে গিয়ে

প্রেমিক-প্রেমিকা প্রাণ হারায়

একে অন্যের গলা দাবিয়ে৷

পার্কিংয়ের জায়গা নিয়ে

যোগানদারের বখরা নিয়ে

সম্পত্তির প্রলোভনে

নিমেশে আমরা লাশ ফেলি

মুখেতে মিথ্যা বাণী

সংহতির প্রেমের বুলি৷

হৃদয় কি আজ হারিয়েগেল

সভ্যতারই উগ্র সাজে

হিংসা আজ ছড়িয়ে গেল

দাবানলে সবার মাঝে৷

আসবে সুদিন আসবে

বিশ্বপ্রেমের রঙিন গোলাপ

ফুটবে আবার ফুটবে৷

ভালোবাসার সুরের নদী

বইবে আবার বইবে৷