শহরে ডেঙ্গীর প্রকোপ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এখনও ডেঙ্গীর প্রকোপ চলছে৷ বুধবার ভোর রাতে বাগুইআটির রুণু বিশ্বাস ডেঙ্গীতে আক্রান্ত হয়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান৷ মাত্র ১১ দিন আগে তিনি একটি শিশুকন্যার জন্ম দেন৷ ওই হাসপাতালের চিকিৎসকরা জানান শিশুকন্যাটি সুস্থ আছে৷

মঙ্গলবারেই ডেঙ্গীতে আক্রান্ত হয়ে মারা যান নৈহাটী হাজিনগরের ২৫ বছরের যুবক কৃষ্ণগোপাল অধিকারী৷ পেশায় তিনি মেক-আপ শিল্পী ছিলেন৷ কল্যাণী জে.এন.এম. হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল৷ সৌদী আরবে চাকরী করতে যাবার জন্য তিনি পাশপোর্টও তৈরী করে রেখেছিলেন৷ ওই দিনই হাওড়ার চ্যাটার্জীহাটে চারাবাগানের ২৬ বছরের কেয়া গোস্বামী ডেঙ্গীর বলি হন৷ ২৯শে অক্টোবর জ্বরে আক্রান্ত হয় কেয়া৷ রক্ত পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গীতে আক্রান্ত হয়েছেন৷ তাকে আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তিনি মঙ্গলবার সন্ধ্যায় মারা যান৷ এই নিয়ে হাওড়ায় এখনও পর্যন্ত চার জন ডেঙ্গীতে প্রাণ হারালেন৷