শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৫ই নভেম্বর, শিলচর ঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দশস স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে ৫ই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস যথাযোগয মর্যাদার সঙ্গে পালন করা হয়৷ ওই দিন সকাল ৮-৩০ মিনিটে নেতাজী সুভাষ এ্যাভিনিউ ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এ্যাভিনিউ-এর সংযোগস্থলে অবস্থিত দেশবন্ধুর প্রতিমূর্ত্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে ওই দেশবরেণ্য নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন৷ এরপর শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ তাপস শঙ্কর দত্ত, শিলচর পুরসভার সহঃ সভানেত্রী চামেলী পাল, শ্যামলকান্তি দেব, অজয় দাস প্রমুখ৷ আজকের প্রজন্মকে এই দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হতে আহ্বান জানানপ্রত্যেক বক্তাই৷ শিলচরের বিশিষ্ট ব্যষ্টিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন শ্রী দেবপ্রসাদ রায়, নবদ্বীপ রায়, নীহার পুরকায়স্থ, বীরেশ ব্যানার্জী, পৌরকমিশনার রাখী চউধুরী, সিতু শুক্লাবৈদ্য, সাংবাদিক উত্তম সাহা, সৌরভ দেব ও সর্বশিক্ষা জ্যোতি কেন্দ্রের শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রারা৷

শিলচর থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতির সাধারণ সম্পাদক শ্রী সাধন পুরকায়স্ত এক প্রেস বার্তায় এই সংবাদ জানান৷