শীর্ষে কোহলি

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

এ‘খনও পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি৷ সারা বিশ্বে টেস্ট খেলোয়াড়দের মধ্যে তিনি সেরা৷ আন্তর্জাতিক ক্রমতালিকায় তাঁর পয়েণ্ট ৯২৮৷ দ্বিতীয় স্থানেই রয়েছেন স্টিভ স্মিথ৷ আর দ্রুত এগিয়ে এসে তৃতীয় স্থান দখল করেছেন অজি প্রতিভাবান ব্যাটসম্যান মানাস লাকুশানে৷ নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে এই উদীয়মান তারকা ব্যাটসম্যান একটি ডবল সেঞ্চুরী হাঁকিয়েছেন৷  ভারতের অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা অবশ্য র‍্যার্ঙ্কিংয়ে কয়েক ধাপ পিছিয়ে গেলেন৷ তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইণ্ডিয়ার ব্যাটসম্যানদের ভাল রান কদ্দরদ্ধাদ্দর সুযোগ রয়েছে৷

এদিকে প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি-২০-তে শ্রীলঙ্কাকে ভালভাবেই জিতেছে বিরাট বাহিনী৷ বুমরা ফিরে আসায় দলের বোলিং বিভাগ শক্তিশালী হয়েছে৷ এছাড়া ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকজন উঠতি তরুণ খেলোয়াড়কে সুযোগ করে দিেেচ্ছ ভারতীয় টীম ম্যানেজমেণ্ট৷ টীম ম্যানেজমেণ্টের কাছে উইকেট রক্ষক ঋষভ পন্থের পারফরমেন্স চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ দাৈী প্রয়োজনে উইকেটে টিঁকে থেকে ম্যাচ জিতে আসার মানসিকতা তিনি দেখাতে পারছেন না৷ উইকেট ছঁুড়ে দিয়েছেন বহুবার৷ সেই কারণে ভাল উইকেট রক্ষক হয়েও তাঁকে দলে রাখায় বেশ ঝুঁকি রয়েছে৷ এও ভাবা হচ্ছে যে কে. এল. রাহুলকে উইকেটের পেছনে দাঁড় করিয়ে বাড়তি একজন বোলার বা ব্যাটসম্যানকে দলে নিয়ে  পরীক্ষা চালানো৷ এক সময় সৌরভ গাঙ্গুলী রাহুল দ্রাবিঢ়কে এই দায়িত্ব দিয়ে অনেকটা সফল হয়েছিলেন৷ তবে সবই পরিস্থিতি অনুযায়ী ভাবতে হবে৷ ভারতের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী তাই ঋষভকে দলে থাকতে হলে সেট হয়ে ক্রশ ব্যাট করে বিপক্ষকে উইকেট পাইয়ে দেওয়া চলবে না৷