সমাজ

লেখক
মনস্বিতা সেনগুপ্ত

হারিয়ে যাচ্ছ সভ্যতা
বাড়ছে ব্যস্ততা
এই কংক্রিটের শহরে,
হারিয়ে যাচ্ছে মানবিকতা
বিলুপ্ত হচ্ছে সংস্কৃতি,
হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব
জন্ম নিচ্ছে হিংসা।

আমরা বলি  বদলে যাচ্ছে সমাজ,
কিন্তু কোথাও  এই আধুনিকতার পৃথিবী তে
আজও হয় হিন্দু মুসলমান বিচার,
জাত ধর্মের এই খেলায় আমরা ফিরে যাই  পুরোনো সভ্যতায় ।

আজও  বিভেদ হয় দরিদ্র বড়লোকে,
তারা খায় না ভাত এক থালায়
আমরা স্বপ্ন দেখি নতুন সমাজের,
কিন্তু কোথাও আজও রাস্তায়
পড়ে  থাকা ছোট মেয়ে টা  যায় না স্কুলে  করে ভিক্ষা ।

নতুন সমাজে  বাবা মায়েদের স্থান হয় বৃদ্ধাশ্রমে
হয়ত একেই বলে উন্নত সমাজ,
এই সমাজে  বন্ধু বলা খুবই দুষ্কর,
চলার পথে কেউ হাত ছেড়ে দেয়
আবার কেউ সেই হাত টাই শক্ত করে ধরে নেয় ।

নামছে বিকেল একলা বসে জানলায়,
দেখি
 ব্যস্ত শহরের ব্যস্ত  মানুষ,
ঘরে ফেরে,
কোথাও যেন দিনের শেষে হাঁপিয়ে ওঠে আমার তিলোত্তমা,
সে আশা করে স্বপ্ন দেখে এক নতুন ভোরের,
যে ভোরের হয়  না জাত ধর্মের বিচার,
যে ভোরে আছে মনুষ্যত্ব,
আছে মানবিকতা,
আছে ভালোবাসার,
 আর আছে একটুখানি বিশ্বাস,
তবেই তো গড়ে তোলা যাবে উন্নত সমাজ ।।