শোরগোল তোলে রোল

লেখক
শিবরাম চক্রবর্তী

শোরগোল দেয় রোল

               হাসি আর ঠাট্টার

এসো ধেয়ে দ্যাখো চেয়ে

               খুশী ভরা মাঠটার৷

শোরগোল খায় দোল

               আনন্দের সাথে

থাকে সুখে কোন দুখে

               তারে নাহি গাঁথে৷

শোরগোল তোলে রোল

               হাটে বাটে ঘাটে

ছোট বড়ো করে জড়ো

               থাকে ঠাটে-বাটে৷

শোরগোল রাঁধে ঝোল

               রসিকের জন্যে,

ঠেসেঠুসে খেলে তারে

               পায় স্বাদ অন্য৷

শোরগোল খেয়ে ঘোল

               এ কী বলে শেষটায়

নেতা ধর ঝোলা ভর

               কুবুদ্ধির চেষ্টায়

শোরগোল দেয় কোল

               কারেও সে না ছাড়ে

যে যা পারে বাক্য ঝাড়ে

               শোরগোলের আয়ু বাড়ে৷৷