সুইজারল্যাণ্ডে অপ্রতিরোধ্য হয়েই সোনা জয় পি. ভি. সিন্ধুর

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

সুইজারল্যাণ্ডের বাসেলে একেবারে  একতরফা ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু৷  ভারত থেকে এই প্রথম তবে ব্যাডমিন্টন কোর্টে হায়দরাবাদের ২৪ বছর বয়সি শাটলারের বিধবংসীরূপ এর আগেও দেখেছে বিশ্ব৷ এক ঝলকে  ফিরে দেখা  সিন্ধুর কয়েকটি অবিশ্বাস্য কীর্তি৷

গত রবিবার বাসেলে সোনার পদক ছিনিয়ে নেওয়ার পর কিংবদন্তি শাটলার চিনের ঝ্যাংনিংয়ের এক অনন্য রেকর্ড স্পর্শ করলেন  পি.ভি সিন্ধু৷ নিংয়ের মতোই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে পাঁচ-পাঁচটি পদক হল তাঁর৷

কোন সে পাঁচ পদক? ২০১৩ ও ২০১৪ সালে পর পর দুবার বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু৷ এরপর ২০১৭ ও ১৮-তে রুপো জিতলেও  এ দিন ফাইনালে সোনার  হাসিটি হাসলেন পিভি ৷

অনন্য রেকর্ড আরও রয়েছে তাঁর  ঝুলিতে ৷ ২০১৬-তে প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক্সে রুপোর পদক পান তিনি৷ সে বছর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে সেই হাড্ডাহাড্ডি  ম্যাচে হেরে গেলেও সিন্ধুর লড়াই মনে রেখেছেন সবাই৷

এশিয়ান গেমস থেকেও রুপোর পদক পান তিনি৷ সে বছর ব্রাজিলের রিওডি জেনেইরোতে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে সেই হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে গেলেও সিন্ধুর লড়াই মনে রেখেছেন সবাই৷

এশিয়ান গেমস থেকেও রুপোর পদক তুলে নিয়েছেন পি.ভি.সিন্ধু৷ গত বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় চিনের তাই জুইংকে হারিয়েছিলেন সিন্ধু৷

এশীয়স্তরে সাফল্যের  আগেও কমনওয়েলথ গেমসে নিজের ছাপ রেখেছিলেন পুল্লেলা গোপীচন্দের  এই ছাত্রী৷ ২০১৪-তে গ্লাসগোতে মালয়েশীয় শাটলার টিজিংই-কে হারিয়ে ব্রোঞ্জ জয়৷ এরপর গত বছর ফের কমনওয়েলথে সাফল্য আসে৷ সে বার অস্ট্রেলিয়ায় সাইনা নেহওয়ালকে হারিয়ে রুপো জিতে নেন সিন্ধু৷

বি.ডব্লিউ.এফ ওয়ার্ল্ড ট্যুরের মতো কঠিন প্রতিযোগিতাতেও সাফল্যের মুখ দেখেছেন সিন্ধু৷ মোট ছ’টি লেভেলে ভাগ করা থাকে এই ট্যুর৷ গত বছর এই ট্যুরের অঙ্গ হিসাবে ইন্ডিয়ান ওপেন, বি.ডব্লিউ.এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জয়ের পর চলতি বছরে ইন্দোনেশিয়া ওপেনেরফাইনালে ওঠেন তিনি৷ বি.ডব্লিউ.এফ সুপার সিরিজেও জয়জয়কার সিন্ধুর৷ বিশ্বের বাছাই করা শাটলারদের মাঝে সেখানেও নিজস্ব গতি বজায় রেখেছেন তিনি৷ ২০১৫-তে ডেনমার্ক ওপেনে রানার্স-আপ ১৬তে চিন ওপেন জেতার পর হংকং ওপেনে রানার্স-আপ, এরপরের বছর ইন্ডিয়ান ওপেন ও কোরিয়া ওপেন জয়৷ সে বছরই হংকং ওপেন ও বিডব্লিউএফ সুপার সিরিজ ফাইনালে রানার্স-আপ৷

বিডব্লিউএফ গ্রাঁপ্রি-তেও ছ’বার জিতেছেন সিন্ধু৷ ২০১৩-তে মালয়েশীয় মাস্টার্স ও ম্যাকাও ওপেন জেতেন তিনি৷ এরপরের দু’বছরও টানা দুবার ম্যাকাও ওপেন বিজয়ী৷ ১৬-তে ফের মালয়েশীয় মাস্টার্স এবং ১৭-তে সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্র্নমেন্ট জয়৷