তোমায় যায় না দেখা

লেখক
রামদাস বিশ্বাস

তোমায় যায় না দেখা সত্য এও যায় দেখা সেও মিথ্যা নয়৷

ভ্রমের বসে এই জগতে সত্যমিথ্যা দুই-ই হয়৷৷

তুমি নিরাকারে অনন্ত ধন, সাকারে এই ব্রহ্মান্ড

কেউ জানে না কেমন করে রচিলে জগত কান্ড৷

কেবল ভক্ত মনের শুদ্ধ চিত্তে তোমার সাথে হয় পরিচয়৷৷

দিনেরবেলায় যায় না দেখা আকাশভরা তারাদলে

রাতের বেলায় ফুটে ওঠে অসীমছোঁয়া আঁধার জলে

মনকে যেমন যায় না দেখা কল্পনাতে হয় সে উদয়৷৷

আরশিতে জমিলে ধুলো আপনাকে আর যায় না দেখা

আত্মাচিত্তে জমলে কালি মানুষ তখন হয় যে একা

ময়লা ধুয়ে অমল হলে অরূপ রাজে বিশ্বময়৷৷