উৎসর্গ

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

সুন্দর বাগানের ফুল পাতা

দিনে দিনে ঝরে পড়ে!

নিয়তির ডাক,

যে না বোঝে,

বিষন্নতায় ভোগে সে

ব্যথা-বেদনায় অন্তরে৷

 

বিধাতার লীলা খেলা,

সৃষ্টির রচনা ভার,

হাসাও কাঁদাও প্রভু,

বুঝিনা লীলা তোমার৷

 

তুলে নিলে নিজ কোলে

মোদের প্রিয় কেশবানন্দদারে,

তোমার কোলই হোক আলোকিত,

বিদায় জানাই, সশ্রদ্ধায়,

ছল ছল আঁখি ব্যথা ভ’রে৷

উৎসর্গ করি তাঁরে তোমার চরণে৷