যোগ সাধনাই সমাজের নৈতিক মানোন্নয়নের মুখ্য মাধ্যম

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২১শে জুন : আজ ‘যোগ দিবস’ উপলক্ষ্যে আনন্দমার্গের ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত এক প্রেস বিবৃতিতে বলেন, বর্তমানে সমাজের সর্বস্তরে নৈতিকতার অধঃপতনটাই সমাজে মূল সমস্যা, আর যোগ সাধনাই  নৈতিক মানোন্নয়নের প্রধান মাধ্যম৷ তাই আজ যোগ দিবসের দিন, যোগ সাধনা অর্থাৎ যোগাসন ও যোগ-ধ্যান সহ অষ্টাঙ্গিক যোগ সাধনা সম্পর্কে সর্বসাধারণকে সচেতন হতে হবে৷ জানতে হবে যোগ কোনো বিশেষ সম্প্রদায়ের সম্পদ নয়, এটা বিজ্ঞান৷ যেমন বিদ্যুৎ, কম্পিউটার বিজ্ঞান এসবের সঙ্গে কোনো সম্প্রদায়ের সম্পর্ক নেই, এগুলো যেমন মানব জাতির সম্পদ, যোগও তেমনি সমগ্র মানব জাতির সম্পদ৷ জৈব-মনোবিজ্ঞান (Bio-psychology)-এর ভিত্তি৷ প্রকৃতপক্ষে সমস্ত জাত-পাত- সম্প্রদায়ের ঊধের্ব উঠে মানসিক বিস্তার ঘটানো ও মনকে বিশ্ব চৈতন্যের সঙ্গে যুক্ত করার মাধ্যমই হ’ল যোগ৷ তাই যোগের আদর্শই মানুষে মানুষে মিলন ঘটাতে পারে ও  যথার্থ বিশ্বৈকতাবাদের প্রতিষ্ঠা করতে পারে৷ যোগ সাধনার নিয়মিত অনুশীলনের দ্বারা মানুষ শরীরকে যেমন সুস্থ ও নীরোগ রাখতে পারে, দুর্বার মানসিক তথা নৈতিক শক্তি অর্জন করতে পারে ও আধ্যাত্মিক পরিপূর্ণতাও লাভ করতে পারে৷

যোগের আদি প্রবক্তা আদিগুরু সদাশিব৷ এজন্যে সদাশিবকে যোগীশ্বরও বলা হয়ে থাকে৷ বলা বাহুল্য অন্যান্য দেবদেবীর মত সদাশিব কোনো কাল্পনিক দেবতা নন৷ আজ থেকে সাত হাজার বৎসর পূর্বে মানব শরীর নিয়ে, এই বিরাট পুরুষের আবির্ভাব হয়েছিল৷ যেমন আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল৷ যাইহোক, সদাশিবের পর আরও অনেক যোগী-মুনি-ঋষি এই যোগ সাধনাকে অনুসরণ করেছেন৷ বর্তমান যুগে মানুষের শারীরিক ও মানসিক পরিস্থিতি বিচার করে যোগীশ্বর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অষ্টাঙ্গিক যোগ সাধনাকে যুগোপযোগী করে, প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করে বর্তমান সমাজকে উপহার দিয়েছেন৷ এই যোগ সাধনাকে প্রারম্ভিক যোগ, সহজ যোগ, বিশেষ যোগ প্রভৃতি বিভিন্ন ভাগে বিন্যস্ত করে আনন্দমার্গ প্রচারক সংঘের তরফ থেকে প্রশিক্ষিত আচার্য ও আচার্যাগণ জনসাধারণকে শিক্ষা দিচ্ছেন৷

তথাকথিত জাত-পাত-সম্প্রদায় নির্বিশেষে সবাই এই যোগ সাধনা শিখতে পারেন৷ এর জন্যে কোনও অর্থের প্রয়োজন হবে না৷ কেবল আগ্রহ থাকলেই আনন্দমার্গের আচার্য ও আচার্যাদের কাছে তাঁদের আগ্রহ প্রকাশ করলেই তাঁদের শিখিয়ে দেওয়া হবে ও নিয়মিত এ ব্যাপারে তাঁদের পরামর্শও দেওয়া হবে৷