অভিনবত্বের মাধ্যমে বসন্ত উৎসব

সংবাদদাতা
অম্বর চট্যোপাধ্যায়
সময়

গত ৭ই মার্চ সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে বিশেষ আঙ্গিকে বসন্ত উৎসব পরিবেশিত হল নিজস্ব  অডিটোরিয়ামে৷

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমণে মানুষ বিপর্যস্ত৷ সরকারীস্তরে বহু অনুষ্ঠান যেখানে বন্ধ রাখা হচ্ছে সেখানে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের  অনুষ্ঠান অতিথিবৃন্দকে মুখবন্ধনি (মাস্ক) পরিয়ে শুরু করা হয়৷

বসন্ত উৎসবের শুরুতে রাধাকৃষ্ণের পূজা অর্চনার উদ্যোগ নেন সংঘটনের সদস্য শরদিন্দু চট্যোপাধ্যায়৷ অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত পরিবেশিত  হয়৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে চারটি মহিলা পরিচালিত সংঘটনকে সম্বর্ধনা দেওয়া হয়৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সাঙ্গিতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা৷

আন্তজার্তিক নারী দিবসকে লক্ষ্য রেখে বক্তব্য পেশ করেন সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য্য মহাশয়. সমাজসেবী সংঘটন মায়া ফাউন্ডেশনের ডাঃ মীনাক্ষী গাঙ্গুলিকে মঞ্চে ডেকে সম্বর্ধনা জানান হয়৷ তাঁর হাতে  মানপত্র  দান করেন সংঘটনের সভাপতি  ডাঃ ভাস্করমণি চ্যাটার্জি৷

পরবর্তী পর্র্যয়ে প্রতাপাদিত্য মেমোরিয়াল, আমরা মহিলা ও গার্গী পাটুলির সদস্যদের সম্বর্ধনা জানানো হয়৷

সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয় সংঘটনের মাহাত্ম্য ও গুরুত্ব ব্যাখ্যা করে এর কর্র্মেদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান৷ অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন৷