আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে বঙ্গ ফুটবলের বাকি লিগের ম্যাচ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রিমিয়ার লিগের বাকি সব ম্যাচ ২০২০ সালে না হওয়ারই সম্ভাবনাই বেশি ছিল ৷ চলতি বছরে লিগের ডার্বি আয়োজন করে, কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকেই বাকি লিগগুলো হবে এটাই সিদ্ধান্ত হয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা থেকে৷ এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়৷ তিনি এটাও জানিয়েছেন  কিছুদিনের মধ্যেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলির  সঙ্গে আলোচনায় বসবে আই.এফ.এ৷ তারপরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে৷ এই দিনই আই.এফ.এ-র ‘বাণিজ্যিক সঙ্গী’ হিসেবে যুক্ত হয়েছে ‘অ্যাকার্ড স্পোর্টস ভিডিকে নামক সংস্থা৷ আগামী ২০২৩ সাল পর্যন্ত পরিচালিত আই.এফ.এ-তে তারা ১৪ কোটি টাকা লগ্ণি করবে বলে ঘোষণা করবে বলে স্থির করেছেন৷ আই.এফ.এ-র পরিচালিত লিগ, শিল্ড-সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিপণন, টিভি সম্প্রচার, প্রচারের কাজে সহায়তা করবে সংস্থাটি৷ এবছর দেশের সেরা ফুটবল সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে আই.এফ.এ৷ আগামী দিনে বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই সংযুক্তিকরণ৷

অন্যদিকে আই.এফ.এর সেক্রেটারী জানিয়েছেন বাংলা ফুটবলের মান বাড়াতে যুব ফুটবলার তুলে আনার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন তাঁরা৷  সে কারণেই আগামী বছর কলকাতা লিগের দ্বিতীয় থেকে পঞ্চম ডিভিশনকে বয়স ভিত্তিক  প্রতিযোগিতা করে দেওয়া হচ্ছে৷ দ্বিতীয় ডিভিশনে  খেলবে অনূধর্ব-১৯,তৃতীয় ডিভিশনে অনূধর্ব-১৮,চতুর্থ ডিভিশনে অনূধর্ব-১৭,পঞ্চম ডিভিশনে ‘এ’ গ্রুপে অনূধর্ব-১৬ ও ‘বি’ গ্রুপে অনূধর্ব- ১৫ ফুটবলারেরা খেলবে৷ নার্র্সরি ডিভিশনে খেলবে অনূধর্ব -১৩ ও ১৪ বছর বয়সের খেলোয়াড়রা৷ এই মাসের শেষে বসবে আই.এফ.এর বার্ষিক ও বিশেষ সাধারণ সভা৷ সেখানেই সংবিধান সংশোধন করে বয়ভিত্তিক লিগের সিদ্ধান্ত নেওয়া হবে৷