আগামী দিনে সুপার ওভারের নিয়মের কিছু পরিবর্তন হতে পারে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বিশ্বকাপ ২০১৯ শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল৷ এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ ইংল্যাণ্ড৷ নিজেদের দেশে বিশ্বকাপের আয়োজন করে তারা সীমিত ওভারের ক্রিকেটে ‘বিশ্বশ্রেষ্ঠ’ হবার মুকুট অর্জন করল৷ কিন্তু যদি প্রশ্ণ করা যায় লর্ডসে ফাইনালে নিউজিল্যাণ্ডকে ইংল্যাণ্ড হারিয়েছে কত রানে? অথবা কত উইকেটে? এর উত্তর কিন্তু নেই৷ কারণ নির্ধারিত ৫০ ওভারে ও সুপার ওভারে দুই দলই একই রান করেছে৷ অর্থাৎ ম্যাচ ড্র হয়েছে বা অন্যভাবে বলা যায় ম্যাচ টাই হয়েছে৷ তাহলে ইংল্যাণ্ড জয়ী হ’ল কীভাবে? নিউজিল্যাণ্ড রানার্স হ’ল অঙ্কের হিসেবে৷ তারা সারা খেলায় ১৭টি বাউণ্ডারী মেরেছে, আর ইংল্যাণ্ড মেরেছে ২৪টি বাউণ্ডারী৷ এই নিয়মে ইংল্যাণ্ড চ্যাম্পিয়ন৷ এই ব্যাপারটা অতীতের এবং বর্তমানের অনেক খেলোয়াড়ই মেনে নিতে পারছেন না৷ সেই কারণে আগামী আই.সি.সি.র বৈঠকে সুপার ওভার তথা টাইভাঙ্গার নিয়মনীতি নিয়ে প্রশ্ণ উঠবে৷ অনেকের কাছেই এই বেশী বাউণ্ডারীর ব্যাপারটা দুর্বোধ্য ঠেকেছে চ্যাম্পিয়নের শিরোপা লাভের নিরিখে৷ আই সি সি-র সমালোচনাও সহ্য করতে হচ্ছে এই উদ্ভট নিয়মের জন্য৷ সেই কারণে আগামী আই.সি.সি.র বৈঠকে সুপার ওভারের ক্ষেত্রে কিছু পরিতন আসতে পারে৷ ক্রিকেটের স্বার্থে সুপার ওভারে টাই হলে কিভাবে ম্যাচের নিষ্পত্তি হবে তার যুক্তিযুক্ত সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন৷