আগামী ম্যাচের জন্য ভারতকে হালকাভাবে নিচ্ছে না অষ্ট্রেলিয়া

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

মেলবোর্নে বক্সিং ডে টেষ্টে  ভারত ঘুঁরে দাঁড়াতে পারে বলে মনে করেন নাথান লায়ন৷ তিনি বলেন,‘‘আমরা মনে হয় না ঘুরে দাঁড়ানো খুব কঠিন হবে৷ ভারতীয় দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে৷ তারা ম্যাচ ঘোরাতেই পারে৷’’ দিন রাতের টেস্টে ভারতের ৩৬ রানে ইনিংস শেষ হয় যাওয়া নিয়ে লায়ন বলেন, ‘‘ওটা এমন একটা দিন যেখানে আমাদের সব ঠিক হয়েছে, ওদের সব ভুল৷ এমন হতেই পারে৷ এটা ক্রিকেটের অংশ৷

আগামী ২৬ শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ৷ লায়ন বলেন, ‘‘আমার মনে হয় সেদিন পুরনো আঘাত ভুলে মাঠে নামবে ভারত৷ পাল্টা আঘাত করতে চাইবে৷ নতুন দিন, নতুন খেলা৷ আমরা বিশ্বাস করি না যে আবার ওদের ৫০ রানের মধ্যে শেষ করে দেব৷’’ অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে বলই করতে হয়নি লায়নকে৷ প্যাট কমিন্স ও জশ হ্যাজেলউড মিলেই ভারতীয় খেলা শেষ করে দিয়েছিল৷ লায়ন এটা ভাল করে জানেন যে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে শক্তিশালী৷ তাঁরা চেষ্টা করবে লায়নকে আক্রমণ করার৷ তাই লায়ন আরও বলেন---‘‘ভারত আমাকে আক্রমণ করতে চাইবে, আমি জানি এটা ওদের এক ধরনের পরিকল্পনা৷ আমিও তৈরি৷ আমি জানি কখন আক্রমণ করব, কখন রক্ষণাত্মক বোলিং করব৷

কিন্তু সমস্যা হল দ্বিতীয় ম্যাচে কোহালি ও শামি না থাকায়৷ এমন অবস্থায় ভারতীয় দল কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা ভাবাচ্ছে ক্রিকেটমহলকে৷